Ajker Patrika

নাটোরে পাওনা টাকা চাওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি
নাটোরে পাওনা টাকা চাওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

নাটোরে পাওনা টাকা চাওয়ায় মো. আবুল কালাম (৪০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কাফুরিয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কালাম কাফুরিয়া গ্রামের রিফিউজিপাড়া এলাকার আব্দুর রাজ্জাক কানুর ছেলে।

নিহত কালামের পরিবারের দাবি, কলা বিক্রির ২ লাখ টাকা চাওয়ায় কালামকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছেন কামাল হোসেন। অভিযুক্ত কামাল একই গ্রামের পশ্চিমপাড়া এলাকার শুকচানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এপ্রিলে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল হোসেন একই এলাকার কৃষক কালামের কাছ থেকে ২ লাখ টাকার কলা কেনেন। আজ বুধবার সকাল ৮টার দিকে কামালের কাছে সেই পাওনা টাকা চান কালাম। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কামাল হোসেন গাছের ডাল দিয়ে কালামকে মারধর করেন। তাতে ঘটনাস্থলেই কালামের মৃত্যু হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি বলেন, কালামের মৃত্যুর পর কামাল দৌড়ে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত