তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম শ্রেণি পাস যুবলীগ নেতা হলেন মাদ্রাসা পরিচালনা কমিটির (এডহক) সভাপতি। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমিটি বাতিল চেয়ে জনস্বার্থে সরকারের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেছেন আব্দুল কুদ্দুস নামের স্থানীয় এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চার মাস আগে পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়। কমিটির মেয়াদ শেষে এডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন মাদ্রাসার সুপার মো. আব্দুল জলিল। এলাকায় অনেক শিক্ষিত ও যোগ্য ব্যক্তি থাকার পরও সুপার স্বেচ্ছাচারিতা করে অনিয়মের মাধ্যমে এডহক কমিটি গঠন করেন। কমিটিতে তালম ইউনিয়নের বড়ই চড়া গ্রামের মোকছেদ আলীর (মৃত) ছেলে মো. আলামিন কাওসারকে সভাপতি করা হয়েছে। আলামিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি পাস।
আলামিন কাওসারকে এডহক কমিটি থেকে বাদ দিয়ে যোগ্য ও শিক্ষিত লোককে সভাপতি করার দাবি জানিয়ে গতকাল রোববার ইউএনও এবং শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় আব্দুল কুদ্দুস। এ ছাড়া আলামিন কাওসার পূর্ণাঙ্গ পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল কুদ্দুস বলেন, ‘মাস্টার্স পাস লোকজনের কমিটিতে ফাইভ পাস একজন সভাপতি থাকবেন এটা মেনে নিতে পারিনি। জনস্বার্থে এ কমিটি বাতিল চেয়ে লিখিত অভিযোগ করেছি।’
যুবলীগ নেতা আলামিন কাওসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি নবম শ্রেণি পাস করেছি। এখন দশম শ্রেণিতে ভর্তি হয়ে পড়াশোনা করছি।’
এ দিকে অনিয়ম করে এডহক কমিটি গঠনের অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার মো. আব্দুল জলিল বলেন, ‘এডহক কমিটি বিধি অনুসরণ করেই গঠন করা হয়েছে।’
লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফকির জাকির বলেন, ‘বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সম্প্রতি যুবলীগ নেতা আলামিন কাওসারের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে এসেছে।
সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম শ্রেণি পাস যুবলীগ নেতা হলেন মাদ্রাসা পরিচালনা কমিটির (এডহক) সভাপতি। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমিটি বাতিল চেয়ে জনস্বার্থে সরকারের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেছেন আব্দুল কুদ্দুস নামের স্থানীয় এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চার মাস আগে পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়। কমিটির মেয়াদ শেষে এডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন মাদ্রাসার সুপার মো. আব্দুল জলিল। এলাকায় অনেক শিক্ষিত ও যোগ্য ব্যক্তি থাকার পরও সুপার স্বেচ্ছাচারিতা করে অনিয়মের মাধ্যমে এডহক কমিটি গঠন করেন। কমিটিতে তালম ইউনিয়নের বড়ই চড়া গ্রামের মোকছেদ আলীর (মৃত) ছেলে মো. আলামিন কাওসারকে সভাপতি করা হয়েছে। আলামিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি পাস।
আলামিন কাওসারকে এডহক কমিটি থেকে বাদ দিয়ে যোগ্য ও শিক্ষিত লোককে সভাপতি করার দাবি জানিয়ে গতকাল রোববার ইউএনও এবং শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় আব্দুল কুদ্দুস। এ ছাড়া আলামিন কাওসার পূর্ণাঙ্গ পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল কুদ্দুস বলেন, ‘মাস্টার্স পাস লোকজনের কমিটিতে ফাইভ পাস একজন সভাপতি থাকবেন এটা মেনে নিতে পারিনি। জনস্বার্থে এ কমিটি বাতিল চেয়ে লিখিত অভিযোগ করেছি।’
যুবলীগ নেতা আলামিন কাওসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি নবম শ্রেণি পাস করেছি। এখন দশম শ্রেণিতে ভর্তি হয়ে পড়াশোনা করছি।’
এ দিকে অনিয়ম করে এডহক কমিটি গঠনের অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার মো. আব্দুল জলিল বলেন, ‘এডহক কমিটি বিধি অনুসরণ করেই গঠন করা হয়েছে।’
লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফকির জাকির বলেন, ‘বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সম্প্রতি যুবলীগ নেতা আলামিন কাওসারের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে এসেছে।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
১ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৩ মিনিট আগে