Ajker Patrika

স্বামীর সহযোগিতায় পাঁচ বন্ধু মিলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৭: ৫২
স্বামীর সহযোগিতায় পাঁচ বন্ধু মিলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীতে স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে পাঁচ বন্ধু মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পর্নো সিনেমা তৈরি করতে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখা হয়েছে বলে দাবি করেছেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নগরীর চন্দ্রিমা থানা এলাকায়। ওই গৃহবধূ আজ বৃহস্পতিবার দুপুরে চন্দ্রিমা থানায় গিয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। তিনি জানান, নগরীর শিরোইল এলাকায় স্বামীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন ওই নারী। ৭ জুলাই বেলা ১১টার দিকে জোর করে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ান স্বামী। পরে রাত ৯টার দিকে কফির সঙ্গে আবারও ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ওষুধ খাওয়ার ফলে অচেতন হয়ে পড়েন ওই গৃহবধূ। এরপর রাতে স্বামীসহ পাঁচজন মিলে গৃহবধূকে ধর্ষণ করেন এবং ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। 

এসব ঘটনা কাউকে বললে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয় গৃহবধূকে। ভয়ে গৃহবধূ কাউকে কিছু বলেননি। কিন্তু পর্নো ছবি করে সেটি দিয়ে অব্যাহত হুমকির কারণে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে বাধ্য হয়ে আচ থানায় গিয়ে ওই গৃহবধূ অভিযোগ করেন। 

ওসি বলেন, ওই ঘটনায় আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা করে ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত