Ajker Patrika

উল্লাপাড়ায় বজ্রপাতে নিহতদের দাফন সম্পন্ন, এলাকায় শোক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫: ১০
উল্লাপাড়ায় বজ্রপাতে নিহতদের দাফন সম্পন্ন, এলাকায় শোক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামে বজ্রপাতে একই পরিবারের ছয়জনসহ নিহত ৯ জনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের বাড়িতে চলছে মাতম। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শিবপুরে পাঁচজন ও মাটিকোড়ায় চারজনের দাফন সম্পন্ন হয়।

আজ শুক্রবার সকালে উপজেলার শিবপুর গ্রামে গিয়ে দেখা যায় কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন নিহত শমসের আলীর স্ত্রী শান্তি খাতুন। বজ্রপাতে শুধু স্বামীই নন, ছেলে শাহীন, মেয়ের জামাই মোকাম হোসেন, নাতি মোন্নাফ হোসেন ও দেবর আফসার আলীকেও হারিয়েছেন ষাটোর্ধ্ব এই নারী। অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন এই বৃদ্ধার আরেক সন্তান জাহাঙ্গীর হোসেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবপুর গ্রামের নিহত শমসের আলীর স্ত্রী ষাটোর্ধ্ব শান্তি খাতুন কান্না কান্না কণ্ঠে বলেন, ‘আমার পরিবারে আর কিছুই রইল না। গতকাল ঠ্যাটা পরে আমার স্বামী, সন্তান, মেয়ের জামাই, নাতিসহ পাঁচজন মারা গেছে। এই শোক আমি সইতে পাছি না।’

একই অবস্থা মাটিকোড়া গ্রামেও।এই গ্রামেরও দুই শিশুসহ চারজন নিহত হয়েছে বজ্রপাতে। নিহতদের লাশ দাফন করা হয়েছে রাতেই। নিহতদের বাড়িতে বাড়িতে চলছে শোক। এই গ্রামের নিহতরা হলো আব্দুল কুদ্দুস, শাহ আলম, রিতু খাতুন ও জান্নাতী খাতুন। 

শিবপুর গ্রামের বাসিন্দা সোলেমান হোসেন বলেন, ‘শমসেরের বাড়ির পাশেই আমার বাড়ি। এদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা জানা নেই। আমরা সবাই বাকরুদ্ধ। এই পরিবারটা এখন এতই অসহায় হয়ে দাঁড়াল, তাদের আর কাজ করে পরিবার চালানোর কেউ রইল না। পরিবারটি পুরুষশূন্য হয়ে গেল।’

এদিকে নিহত দুটি গ্রাম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তাও করেছেন এই সংসদ সদস্য। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে ধানের বীজ সংগ্রহ করার সময় বজ্রপাতে নিহত হয় একই পরিবারের পাঁচজনসহ ছয়জন। আহত হয় আরও অন্তত ছয়জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে দুই শিশুসহ আরও তিনজন মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত