প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
পাবনার ঈশ্বরদীতে পৌরসভার সড়ক প্রশস্ত করার অজুহাতে রেলওয়ের গাছ কেটে ফেলা হচ্ছে। আজ সোমবার কঠোর লকডাউনের মধ্যেই ঠিকাদারের লোকজন পাঁচটি গাছ কেটেছে। এর আগেও এখান থেকে অন্তত ১০টি গাছ কাটা হয়েছে।
নগরীর প্রধান সড়ক রেলগেট ট্রাফিক মোড় থেকে বাজারের আরজু মার্কেট পর্যন্ত সড়কের দুপাশের এই গাছগুলি বেশ পুরোনো। এর মধ্যে শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো কৃষ্ণচূড়া, বকুলসহ বিভিন্ন ধরনের গাছ ছিল। এ ছাড়া ছিল বেশ কিছু মেহগনি, শিমুল, কদম ও আম গাছ। গাছ কাটার সময় পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারের কর্মচারীদের সঙ্গে স্থানীয় দু-একজনের কথা-কাটাকাটিও হয়।
শহরের সড়কে সৌন্দর্য বর্ধনে সহায়ক ও ছায়া প্রদানকারী গাছগুলো কেটে নেওয়ায় অনেকে ক্ষোভ জানিয়েছেন। শহরে ফকিরের বটতলা মোড়ের বাসিন্দা ফিরোজুল ইসলাম জুয়েল বলেন, বহু বছর আগে সড়কের পাশে কিছু গাছ লাগিয়েছিলাম। এগুলো বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছিল। কিন্তু রেল বিভাগ গাছগুলো টেন্ডারে বিক্রি করে দিয়েছে।
ঈশ্বরদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল বলেন, সড়ক প্রশস্ত করার কাজ চলছে। গাছগুলো রেলের। সড়ক প্রশস্ত করার জন্য আমরা পৌরসভা থেকে রেলকে গাছগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। পরে তারা টেন্ডারে গাছ বিক্রি করে কাটার ব্যবস্থা করেছে।
পাকশী বিভাগীয় রেলের পূর্ত তত্ত্বাবধায়ক ইনচার্জ অব ওয়ার্কস (আইওডব্লিউ) তৌহিদ সুমন বলেন, পৌরসভার অনুরোধে রেল বিভাগ গাছগুলো টেন্ডারের মাধ্যমে কাটার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি উন্মুক্ত টেন্ডারে গাছগুলো বিক্রি করা হয়েছে। বর্তমানে ঠিকাদারের লোকজন গাছগুলো কেটে নিচ্ছে।
পাবনার ঈশ্বরদীতে পৌরসভার সড়ক প্রশস্ত করার অজুহাতে রেলওয়ের গাছ কেটে ফেলা হচ্ছে। আজ সোমবার কঠোর লকডাউনের মধ্যেই ঠিকাদারের লোকজন পাঁচটি গাছ কেটেছে। এর আগেও এখান থেকে অন্তত ১০টি গাছ কাটা হয়েছে।
নগরীর প্রধান সড়ক রেলগেট ট্রাফিক মোড় থেকে বাজারের আরজু মার্কেট পর্যন্ত সড়কের দুপাশের এই গাছগুলি বেশ পুরোনো। এর মধ্যে শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো কৃষ্ণচূড়া, বকুলসহ বিভিন্ন ধরনের গাছ ছিল। এ ছাড়া ছিল বেশ কিছু মেহগনি, শিমুল, কদম ও আম গাছ। গাছ কাটার সময় পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারের কর্মচারীদের সঙ্গে স্থানীয় দু-একজনের কথা-কাটাকাটিও হয়।
শহরের সড়কে সৌন্দর্য বর্ধনে সহায়ক ও ছায়া প্রদানকারী গাছগুলো কেটে নেওয়ায় অনেকে ক্ষোভ জানিয়েছেন। শহরে ফকিরের বটতলা মোড়ের বাসিন্দা ফিরোজুল ইসলাম জুয়েল বলেন, বহু বছর আগে সড়কের পাশে কিছু গাছ লাগিয়েছিলাম। এগুলো বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছিল। কিন্তু রেল বিভাগ গাছগুলো টেন্ডারে বিক্রি করে দিয়েছে।
ঈশ্বরদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল বলেন, সড়ক প্রশস্ত করার কাজ চলছে। গাছগুলো রেলের। সড়ক প্রশস্ত করার জন্য আমরা পৌরসভা থেকে রেলকে গাছগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। পরে তারা টেন্ডারে গাছ বিক্রি করে কাটার ব্যবস্থা করেছে।
পাকশী বিভাগীয় রেলের পূর্ত তত্ত্বাবধায়ক ইনচার্জ অব ওয়ার্কস (আইওডব্লিউ) তৌহিদ সুমন বলেন, পৌরসভার অনুরোধে রেল বিভাগ গাছগুলো টেন্ডারের মাধ্যমে কাটার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি উন্মুক্ত টেন্ডারে গাছগুলো বিক্রি করা হয়েছে। বর্তমানে ঠিকাদারের লোকজন গাছগুলো কেটে নিচ্ছে।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই স্লোগানে সারা দেশের মতো বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর
৩১ মিনিট আগেপাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় গাড়ির চাপায় দুই অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
৪১ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাতপরিচয় (৪০) অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় অবস্থিত একটি জাহাজভাঙা কারখানার পাশ থেকে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে