Ajker Patrika

শেরপুরে নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ মিলল নদীতে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৩, ১৯: ১৬
শেরপুরে নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ মিলল নদীতে

বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদী থেকে ইউনিয়ন আওয়ামী লীগের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের চান্দাইকোনা বগুড়া বাজার ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবলীগ নেতার নাম মহরম আলী (৪৫)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মহরম আলী সীমাবাড়ী ইউনিয়নে টাকা ধুকুরিয়া গ্রামের মৃত তাহেজ আলী খানের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের ছোট ভাই। 

স্থানীয়রা বলছেন, নিহত মহরম আলীর নামে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত সোমবার রাত দেড়টার দিকে পুলিশের একটি দল ওই এলাকায় মিসিং ডায়েরি অনুযায়ী এক ভুক্তভোগীকে উদ্ধারের জন্য যায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে ভয়ে মহরম পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান এবং ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলে আজ বুধবার সকালে নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

তবে মহরম আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন তাঁর বোন শিউলী জাহান। তিনি বলেন, ‘সে দিন রাতে মহরমের সাথে তাঁর দুই বন্ধু ছিল। তাদের তথ্যমতে, মহরম পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়েছে। কিন্তু তাঁর লাশ দেখে পানিতে ডুবে মরার মতো মনে হচ্ছে না। সম্ভবত তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’ 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত