Ajker Patrika

পবায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পবায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি বাইপাস এলাকায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক বিভাগ ও পবা উপজেলা প্রশাসন। এ সময় সড়কের পাশে অবৈধভাবে নির্মিত মার্কেট, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। পুলিশের সহযোগিতায় চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।

এ নিয়ে জানতে চাইলে অভিজিত সরকার বলেন, ‘সড়কের উভয় পাশে ৯০ ফুট করে ১৮০ ফুট জায়গা সড়ক বিভাগের। এগুলো অবৈধভাবে দখল হওয়ায় সড়ক বিভাগ প্রতিকার চেয়েছিল। সে অনুযায়ী জেলা প্রশাসক আবদুল জলিলের নির্দেশনায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর আগেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছিল। মাইকিংও করা হয়েছিল।’ 

অভিজিত সরকার আরও জানান, এই এলাকায় একটি খাল অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। খালটি উদ্ধারের জন্য কিছুদিন আগে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভও করেছিলেন। সেটিও দখলমুক্ত করা হলো। এখানে শিগগিরই ছয় লেন সড়কের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

উচ্ছেদ অভিযানের সময় সড়ক ও জনপথ বিভাগের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী শাহ মো. আসিফ, নাহিমুর রহমান, সার্ভেয়ার মিল্লাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত