Ajker Patrika

নন্দীগ্রামে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বগুড়ার নন্দীগ্রামে নয় বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ওই শিশু একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

মামলায় আসামিরা হলেন—একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে সৌরভ হোসেন (১৯), বাবু হোসেনের ছেলে বাদল হোসেন (২৬) ও বুদ্ধু আলীর ছেলে বায়োজিদ হোসেন(১৯)।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝড়ের সময় আম কুড়ানোর পর নিজ বাড়িতে ফিরছিল শিশুটি। এ সময় তাকে জোর করে পাশের একটি পুকুর পাড়ে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করেন ওই তিনজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

ভোলায় শ্রমিক দল নেতাকে হত্যার চেষ্টা, ছাত্রদল-যুবদলের ৫ জনের নামে মামলা

স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ফাতেমা দোজা চাকরি থেকে বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত