Ajker Patrika

ঈদে রাজশাহীতে নিরাপত্তা নিশ্চিতে আরএমপির ১৮ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ঈদে রাজশাহীতে নিরাপত্তা নিশ্চিতে আরএমপির ১৮ নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ১৮টি নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। রোববার রাতে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনাগুলো দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহার উৎসব যেন নগরবাসীর জন্য আনন্দময় ও নিরাপদ হয়, সে লক্ষ্যে আরএমপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা জরুরি বলে উল্লেখ করে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

আরএমপির নির্দেশনার গুরুত্বপূর্ণ দিকগুলো হলো:

  • বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক, বিমা, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের ডিউটি জোরদার করতে হবে।
  • ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে।
  • সব কর্মকর্তা-কর্মচারী যেন একসঙ্গে ছুটিতে না যান, সে বিষয়ে সচেতন থাকতে হবে; পর্যায়ক্রমে দায়িত্ব পালনের ব্যবস্থা করতে হবে।
  • বাসা বা প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজা-জানালায় একাধিক তালা ব্যবহার এবং অটোলক ও অ্যালার্মযুক্ত তালা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
  • পর্যাপ্তসংখ্যক সিসি ক্যামেরা বসিয়ে তা সচল আছে কি না তা নিশ্চিত করতে হবে।
  • রাতের বেলা বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ আলোকিত রাখতে হবে।
  • নগদ অর্থ, মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ দলিল নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে তা নিকট আত্মীয়ের জিম্মায় বা ব্যাংকের লকারে রাখতে বলা হয়েছে।
  • বাসা ছাড়ার আগে প্রতিবেশী বা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের জানিয়ে যেতে হবে এবং যোগাযোগ রাখতে হবে।
  • নিরাপত্তার স্বার্থে অনুমতি ছাড়া কাউকে বাসা বা প্রতিষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ার জন্য প্রহরীদের সতর্ক থাকতে হবে।
  • কোথাও চাঁদাবাজি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগ: আরএমপি হটলাইন: ০১৩২০০৬৩৯৯৯

কন্ট্রোল রুম: ০১৩২০০৬৩৯৯৮

জাতীয় জরুরি সেবা: ৯৯৯

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত