Ajker Patrika

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ২ 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১২: ৪০
পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ২ 

রাজশাহীর পুঠিয়ায় হাটে বাজার করতে যাওয়ার পথে চার্জার ভ্যান ও ট্রাকের সংঘর্ষে আবু সাঈদ (৫৫) নামের একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত সাঈদ উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। অন্যদিকে আহতরা হলেন একই গ্রামের আব্দুল মজিদ (৪০) ও বাবুল মিয়া (৫০)। 

ফরমান আলী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বৃহস্পতিবার উপজেলার ঝলমলিয়া হাটবার। সকালে এই হাটে কেনাবেচা করতে তারা ভ্যানযোগে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক তাঁদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে পুঠিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার পুলিশ পরিদর্শক মোফাকারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে নিহতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত