রাবি প্রতিনিধি
বিশ্বকাপ ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কালো খাসি নিয়ে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সব নেতৃবৃন্দ, সব হল ইউনিটের সদস্য, অনুষদ ও বিভাগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সমর্থকেরা স্লোগান দেন ‘কাপ পাবে মেসি, আমরা খাব খাসি’।
বিশ্বকাপের শুরুর দিকে সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল-গালিব সভাপতি ও নাহিদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে বিভিন্ন হল ও অনুষদের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি বিশ্বকাপ শুরুর দিন প্রিয় দলকে শুভকামনা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছিল। ইতিমধ্যে সেই শোভাযাত্রার একটি ছবি আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল পেজে জায়গা করে নিয়েছে।
মিছিলে উচ্ছ্বাস প্রকাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরাফাত সানি বলেন, ‘সৌদি আরবের কাছে হেরে আমরা অনেক ট্রলের শিকার হয়েছি। কিন্তু পরবর্তীতে আর্জেন্টিনা দল দারুণভাবে কাম ব্যাক করেছে। আজ তারা ফাইনাল খেলবে। আশা করছি আমরাই জিতব।’
আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘আজকে মেসি ও আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানিয়ে আমরা মিছিল করেছি। মেসির জীবনে কোনো অপূর্ণতা নেই। শুধু রয়েছে একটি বিশ্বকাপ জেতার অপূর্ণতা। আশা করছি আজ বিশ্বকাপ জিতে সেটাও পূর্ণ হবে। কাপ পাবে মেসি, আর আমরা খাবো খাসি।’
বিশ্বকাপ ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কালো খাসি নিয়ে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সব নেতৃবৃন্দ, সব হল ইউনিটের সদস্য, অনুষদ ও বিভাগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সমর্থকেরা স্লোগান দেন ‘কাপ পাবে মেসি, আমরা খাব খাসি’।
বিশ্বকাপের শুরুর দিকে সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল-গালিব সভাপতি ও নাহিদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে বিভিন্ন হল ও অনুষদের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি বিশ্বকাপ শুরুর দিন প্রিয় দলকে শুভকামনা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছিল। ইতিমধ্যে সেই শোভাযাত্রার একটি ছবি আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল পেজে জায়গা করে নিয়েছে।
মিছিলে উচ্ছ্বাস প্রকাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরাফাত সানি বলেন, ‘সৌদি আরবের কাছে হেরে আমরা অনেক ট্রলের শিকার হয়েছি। কিন্তু পরবর্তীতে আর্জেন্টিনা দল দারুণভাবে কাম ব্যাক করেছে। আজ তারা ফাইনাল খেলবে। আশা করছি আমরাই জিতব।’
আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘আজকে মেসি ও আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানিয়ে আমরা মিছিল করেছি। মেসির জীবনে কোনো অপূর্ণতা নেই। শুধু রয়েছে একটি বিশ্বকাপ জেতার অপূর্ণতা। আশা করছি আজ বিশ্বকাপ জিতে সেটাও পূর্ণ হবে। কাপ পাবে মেসি, আর আমরা খাবো খাসি।’
অপহৃত লামিম আহমেদ ফয়সাল (১১) পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র। সে পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গরিয়া গ্রামের ফারুক সরদারের ছেলে। আর আটক অপহরণকারী পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার ধর্মগ্রামের আতিকুর রহমানের ছেলে সবুজ হোসেন (১৯)।
১২ মিনিট আগেরাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় জেলা শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পের চলমান কাজের বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে নথিপত্র সংগ্রহ এবং পরে সরেজমিন পরিদর্শন করে দুদকের দলটি। দুদকের রাঙামাটি কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে
১৬ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু কাছির হাসান হীরা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগেসড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র মারা গেছে। ৫ দিন পর গতকাল বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২০ মিনিট আগে