Ajker Patrika

নাটোরে ভ্যান থেকে নামিয়ে নারীকে কুপিয়ে হত্যা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৯: ৪১
নাটোরে ভ্যান থেকে নামিয়ে নারীকে কুপিয়ে হত্যা

নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত ভ্যান থেকে নামিয়ে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ-লক্ষ্মীকোল আঞ্চলিক সড়কের মশিন্দা বিল এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

ওই নারীর নাম ফারজানা আক্তার পিয়া (২২)। তিনি উপজেলার মেরিগাছা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন। 

আটক ভ্যানচালকের নাম বুলবুল (৩০)। তিনি উপজেলার মেরিগাছা উত্তরপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। 

নিহতের স্বজনেরা বলছেন, রংপুর এলাকার অনি নামে এক যুবকের সঙ্গে পিয়ার বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন ধরে পিয়া বাবার বাড়িতে থেকে ঈশ্বরদী ইপিজেডে কাজ করেন। চার দিন আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। 

পরিবার বলছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে পিয়া ইপিজেড থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে কয়েন বাজারে বাস থেকে নেমে একটি ব্যাটারিচালিত ভ্যানে উঠে মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশসহ এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিলের মধ্যে পাট ও ধান খেতের আইলে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির পৃথক টিম ঘটনা নিয়ে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যার রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত