বগুড়া প্রতিনিধি
গান গাওয়া থেকে তারকাখ্যাতি পাওয়া আলোচিত ব্যক্তিত্ব হিরো আলম বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন। আজ সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র কেনেন।
হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘বগুড়া-৪ ও ৬ আসনে আমি এবার নির্বাচন করব। যেহেতু বগুড়া সদরে আমার বাসা, তাই এলাকাবাসী চান, আমি সদর থেকে ভোটে দাঁড়াই।’
তিনি আরও বলেন, ‘বগুড়া-৪ আসনে একবার নির্বাচন করেছিলাম। তাই সেখানেও নির্বাচন করতে চাই। সদরের এলাকাবাসী এবং কাহালু-নন্দীগ্রামের এলাকাবাসী কারও যেন মন খারাপ না হয়, তাই দুই আসন থেকেই এবার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।’
নির্বাচনী প্রতীক পেলে সেটা নিয়ে তিনি গান তৈরি করে তাতে কণ্ঠ দেবেন বলেও জানান হিরো আলম।
বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী গ্রামের বাসিন্দা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এক সময় ক্যাবল নেটওয়ার্কের ব্যবসায়ী (ডিশ সংযোগ) ছিলেন। পরে তিনি নিজে অভিনয় ও গানের দৃশ্য রেকর্ড করে কেব্ল নেটওয়ার্কে প্রচার করতেন। এতে নিজ এলাকার তাঁর পরিচিতি তৈরি হয়।
সেই পরিচিতি নিয়ে এরুলিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) পরপর দুবার সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে প্রতিবারই তিনি পরাজিত হন। ২০১৬ সালে তিনি ‘হিরো আলম’ নামে সামাজিক যোগাযোগমাধ্যম পেজ খুলে তাতে অভিনয় ও গানের দৃশ্যগুলো ছড়িয়ে দেন। পরে তিনি ইউটিউবেও সরব হন।
হিরো আলম ২০১৮ সালে সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন তাঁর ওপরে হামলার অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। পরে ঘোষিত ফলে দেখা যায়, সিংহ প্রতীকে ভোট পড়ে ৬৩৮টি।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই আসন থেকে ফরম সংগ্রহ করছেন। একজন প্রার্থী চাইলে তিনটি আসন থেকে মনোনয়ন চাইতে পারেন।
বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য গত ১১ ডিসেম্বর দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসন দুটি শূন্য ঘোষণা করে। ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গান গাওয়া থেকে তারকাখ্যাতি পাওয়া আলোচিত ব্যক্তিত্ব হিরো আলম বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন। আজ সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র কেনেন।
হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘বগুড়া-৪ ও ৬ আসনে আমি এবার নির্বাচন করব। যেহেতু বগুড়া সদরে আমার বাসা, তাই এলাকাবাসী চান, আমি সদর থেকে ভোটে দাঁড়াই।’
তিনি আরও বলেন, ‘বগুড়া-৪ আসনে একবার নির্বাচন করেছিলাম। তাই সেখানেও নির্বাচন করতে চাই। সদরের এলাকাবাসী এবং কাহালু-নন্দীগ্রামের এলাকাবাসী কারও যেন মন খারাপ না হয়, তাই দুই আসন থেকেই এবার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।’
নির্বাচনী প্রতীক পেলে সেটা নিয়ে তিনি গান তৈরি করে তাতে কণ্ঠ দেবেন বলেও জানান হিরো আলম।
বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী গ্রামের বাসিন্দা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এক সময় ক্যাবল নেটওয়ার্কের ব্যবসায়ী (ডিশ সংযোগ) ছিলেন। পরে তিনি নিজে অভিনয় ও গানের দৃশ্য রেকর্ড করে কেব্ল নেটওয়ার্কে প্রচার করতেন। এতে নিজ এলাকার তাঁর পরিচিতি তৈরি হয়।
সেই পরিচিতি নিয়ে এরুলিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) পরপর দুবার সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে প্রতিবারই তিনি পরাজিত হন। ২০১৬ সালে তিনি ‘হিরো আলম’ নামে সামাজিক যোগাযোগমাধ্যম পেজ খুলে তাতে অভিনয় ও গানের দৃশ্যগুলো ছড়িয়ে দেন। পরে তিনি ইউটিউবেও সরব হন।
হিরো আলম ২০১৮ সালে সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন তাঁর ওপরে হামলার অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। পরে ঘোষিত ফলে দেখা যায়, সিংহ প্রতীকে ভোট পড়ে ৬৩৮টি।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই আসন থেকে ফরম সংগ্রহ করছেন। একজন প্রার্থী চাইলে তিনটি আসন থেকে মনোনয়ন চাইতে পারেন।
বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য গত ১১ ডিসেম্বর দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসন দুটি শূন্য ঘোষণা করে। ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৫ ঘণ্টা আগে