Ajker Patrika

টিকা নিতে বাড়ছে আগ্রহ, কেন্দ্রে ভিড়

প্রতিনিধি, বাঘা (রাজশাহী)
টিকা নিতে বাড়ছে আগ্রহ, কেন্দ্রে ভিড়

রাজশাহীর বাঘায় দিন দিন টিকা নিতে মানুষের মাঝে আগ্রহ বাড়ছে। প্রতিনিয়ত টিকাকেন্দ্র মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাকেন্দ্রে দেখা যায় লোকজনের দীর্ঘ লাইন। সকাল সাড়ে ৮টা থেকে টিকা দেওয়া কথা থাকলেও নানা বয়সী বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন সকাল ৭টায় এসে লাইনে দাঁড়িয়ে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বাড়তে থাকে। লাইনে দাঁড়ানো অনেকের মুখে মাস্ক নেই, নেই সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিষ্ট (ইপিআই) রবিউল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টা থেকে টিকাকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকে লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমায়। টিকার মেসেজ না পাওয়া লোকজনও টিকাকেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন। বেলা ২টা পর্যন্ত টিকা দেওয়া নিয়ম থাকলেও টিকাকেন্দ্রে মানুষের ভিড়ের কারণে বেলা ৩টা পর্যন্ত টিকাকেন্দ্র খোলা রাখা হচ্ছে। গড়ে প্রতিদিন সাড়ে ৮ শ টিকা নিচ্ছেন লোকজন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ফায়সাল আল রিপন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে টিকাকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকে লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমায়। টিকার মেসেজ না পাওয়া লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন। 

টিকা নিতে আসা ফারহানা আকতার নামের একজন বলেন, এতটা ভিড় হবে জানা থাকলে আরও সকালে আসতাম। টিকা নিতে এসে যেন বিপদে পড়েছি। 

টিকা প্রত্যাশী সুজাত আহম্মেদ জানান, উপজেলা একটি মাত্র টিকাকেন্দ্র হওয়ায় এত বেশি ভিড়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ বলেন, রোববার পর্যন্ত টিকা পেতে রেজিস্ট্রেশন করেছেন ৩৪ হাজার ৬১৮ জন। যার মধ্যে সিনোফার্মার টিকা পেয়েছেন ১৭ হাজার ৩৬৫ জন। অ্যাস্ট্রাজেনেকারা টিকা পেয়েছেন ১৪ হাজার ৩০ জন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিরা টিকার ম্যাসেজ পাওয়ার পরে টিকাকেন্দ্রে আসলে তাদেরই কেবল টিকা দেওয়া হবে বলে জানান তিনি। 

ডা. রাশেদ আহমেদ বলেন, ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে যাদের টিকা দেওয়া হয়েছিল, তাঁদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সনদ পেতে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। যে সকল ইউনিয়নে ক্যাম্পেইনের মাধ্যমে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল, সেই টিকাকেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত