প্রতিনিধি, বাঘা (রাজশাহী)
রাজশাহীর বাঘায় দিন দিন টিকা নিতে মানুষের মাঝে আগ্রহ বাড়ছে। প্রতিনিয়ত টিকাকেন্দ্র মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাকেন্দ্রে দেখা যায় লোকজনের দীর্ঘ লাইন। সকাল সাড়ে ৮টা থেকে টিকা দেওয়া কথা থাকলেও নানা বয়সী বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন সকাল ৭টায় এসে লাইনে দাঁড়িয়ে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বাড়তে থাকে। লাইনে দাঁড়ানো অনেকের মুখে মাস্ক নেই, নেই সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিষ্ট (ইপিআই) রবিউল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টা থেকে টিকাকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকে লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমায়। টিকার মেসেজ না পাওয়া লোকজনও টিকাকেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন। বেলা ২টা পর্যন্ত টিকা দেওয়া নিয়ম থাকলেও টিকাকেন্দ্রে মানুষের ভিড়ের কারণে বেলা ৩টা পর্যন্ত টিকাকেন্দ্র খোলা রাখা হচ্ছে। গড়ে প্রতিদিন সাড়ে ৮ শ টিকা নিচ্ছেন লোকজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ফায়সাল আল রিপন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে টিকাকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকে লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমায়। টিকার মেসেজ না পাওয়া লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন।
টিকা নিতে আসা ফারহানা আকতার নামের একজন বলেন, এতটা ভিড় হবে জানা থাকলে আরও সকালে আসতাম। টিকা নিতে এসে যেন বিপদে পড়েছি।
টিকা প্রত্যাশী সুজাত আহম্মেদ জানান, উপজেলা একটি মাত্র টিকাকেন্দ্র হওয়ায় এত বেশি ভিড়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ বলেন, রোববার পর্যন্ত টিকা পেতে রেজিস্ট্রেশন করেছেন ৩৪ হাজার ৬১৮ জন। যার মধ্যে সিনোফার্মার টিকা পেয়েছেন ১৭ হাজার ৩৬৫ জন। অ্যাস্ট্রাজেনেকারা টিকা পেয়েছেন ১৪ হাজার ৩০ জন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিরা টিকার ম্যাসেজ পাওয়ার পরে টিকাকেন্দ্রে আসলে তাদেরই কেবল টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
ডা. রাশেদ আহমেদ বলেন, ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে যাদের টিকা দেওয়া হয়েছিল, তাঁদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সনদ পেতে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। যে সকল ইউনিয়নে ক্যাম্পেইনের মাধ্যমে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল, সেই টিকাকেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
রাজশাহীর বাঘায় দিন দিন টিকা নিতে মানুষের মাঝে আগ্রহ বাড়ছে। প্রতিনিয়ত টিকাকেন্দ্র মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাকেন্দ্রে দেখা যায় লোকজনের দীর্ঘ লাইন। সকাল সাড়ে ৮টা থেকে টিকা দেওয়া কথা থাকলেও নানা বয়সী বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন সকাল ৭টায় এসে লাইনে দাঁড়িয়ে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বাড়তে থাকে। লাইনে দাঁড়ানো অনেকের মুখে মাস্ক নেই, নেই সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিষ্ট (ইপিআই) রবিউল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টা থেকে টিকাকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকে লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমায়। টিকার মেসেজ না পাওয়া লোকজনও টিকাকেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন। বেলা ২টা পর্যন্ত টিকা দেওয়া নিয়ম থাকলেও টিকাকেন্দ্রে মানুষের ভিড়ের কারণে বেলা ৩টা পর্যন্ত টিকাকেন্দ্র খোলা রাখা হচ্ছে। গড়ে প্রতিদিন সাড়ে ৮ শ টিকা নিচ্ছেন লোকজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ফায়সাল আল রিপন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে টিকাকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকে লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমায়। টিকার মেসেজ না পাওয়া লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন।
টিকা নিতে আসা ফারহানা আকতার নামের একজন বলেন, এতটা ভিড় হবে জানা থাকলে আরও সকালে আসতাম। টিকা নিতে এসে যেন বিপদে পড়েছি।
টিকা প্রত্যাশী সুজাত আহম্মেদ জানান, উপজেলা একটি মাত্র টিকাকেন্দ্র হওয়ায় এত বেশি ভিড়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ বলেন, রোববার পর্যন্ত টিকা পেতে রেজিস্ট্রেশন করেছেন ৩৪ হাজার ৬১৮ জন। যার মধ্যে সিনোফার্মার টিকা পেয়েছেন ১৭ হাজার ৩৬৫ জন। অ্যাস্ট্রাজেনেকারা টিকা পেয়েছেন ১৪ হাজার ৩০ জন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিরা টিকার ম্যাসেজ পাওয়ার পরে টিকাকেন্দ্রে আসলে তাদেরই কেবল টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
ডা. রাশেদ আহমেদ বলেন, ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে যাদের টিকা দেওয়া হয়েছিল, তাঁদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সনদ পেতে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। যে সকল ইউনিয়নে ক্যাম্পেইনের মাধ্যমে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল, সেই টিকাকেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৪ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৪ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৭ ঘণ্টা আগে