Ajker Patrika

শিবগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু হাসপাতালে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু হাসপাতালে

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ১২ মার্চ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ বুধবার সকালে নুরুলের ভাই লুৎফর রহমান শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নুরুল শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ী গ্রামের মৃত মাবেজ আলীর ছেলে।

কালুগাড়ী গ্রামের বাসিন্দা শাজাহান আলী ও রুবেল মিয়া জানান, অনেক দিন ধরে কালুগাড়ী গ্রামের আব্দুস সাত্তার এবং মনসা মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ১২ মার্চ সকাল ৮টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মনসার চাচাতো ভাই নুরুল প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন।

শাজাহান ও রুবেল আরও জানান, নুরুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ১০টার দিকে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, নুরুলের মৃত্যুর ঘটনায় তাঁর ভাই লুৎফর আজ সকালে থানায় মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামি আব্দুস সাত্তার ও তাঁর মেয়ে মেরিনাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত