ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী উপজেলায় ভটভটির চাপায় আরএফএল কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
নিহত অপু বিশ্বাস (২৭) মাগুরার হাটমালঞ্চি এলাকার অনাথ বিশ্বাসের ছেলে। তিনি আরএফএল কোম্পানির ঈশ্বরদী ও লালপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে নিযুক্ত ছিলেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া সড়কের নতুন ট্রাফিকমোড় এলাকায় বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অপু ছিটকে পড়েন। পরে কাঠবোঝাই একটি ভটভটি অপুকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অপু ঈশ্বরদী শহরের ভাড়া বাসায় আসছিলেন। পথিমধ্যে ঈশ্বরদী-পাবনা সড়কের দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় এলে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে যান।
এ সময় কাঠবোঝাই একটি ভটভটি অপুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁর শরীর ও মুখমণ্ডল থেতলে যায়। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। সেখানে অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর আজ বৃহস্পতিবার ভোরে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় ভটভটির চাপায় আরএফএল কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
নিহত অপু বিশ্বাস (২৭) মাগুরার হাটমালঞ্চি এলাকার অনাথ বিশ্বাসের ছেলে। তিনি আরএফএল কোম্পানির ঈশ্বরদী ও লালপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে নিযুক্ত ছিলেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া সড়কের নতুন ট্রাফিকমোড় এলাকায় বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অপু ছিটকে পড়েন। পরে কাঠবোঝাই একটি ভটভটি অপুকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অপু ঈশ্বরদী শহরের ভাড়া বাসায় আসছিলেন। পথিমধ্যে ঈশ্বরদী-পাবনা সড়কের দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় এলে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে যান।
এ সময় কাঠবোঝাই একটি ভটভটি অপুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁর শরীর ও মুখমণ্ডল থেতলে যায়। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। সেখানে অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর আজ বৃহস্পতিবার ভোরে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৪ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩১ মিনিট আগে