Ajker Patrika

পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, ১০৩ জনের আগাম জামিন 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮: ১৯
পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, ১০৩ জনের আগাম জামিন 

পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলের সহসভাপতি নাজমুল হাসান রানাসহ সিরাজগঞ্জ ও অন্যান্য জেলা মিলিয়ে ১০৩ কর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ রোববার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করে আদেশ দেন। 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের করা মামলায় আজ দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির ৪৬ জনসহ ১০৩ নেতাকর্মী আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন।’ 

আদালতে বিএনপির নেতাদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবীর চান্দু, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ ১২ নেতা-কর্মীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাঁরা জেলা কারাগারে রয়েছেন।’ 

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সিরাজগঞ্জে ৭ পুলিশ সদস্যসহ বিএনপির ২০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে প্রধান আসামি করে ১১০ নেতাকর্মীর নামে মামলা করে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত