Ajker Patrika

সান্তাহারে যুবকের মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
সান্তাহারে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রিদয় প্রামানিক (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শহর পুলিশ। পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন মারধরের শিকার হওয়ার পর অভিমানে নেশা জাতীয় জিনিস খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। 

আজ রোববার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর আদর্শ পাড়া নিজ বাড়ির সামনে আম বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

রিদয় প্রামানিক ওই এলাকার উজ্জ্বল প্রামাণিকের ছেলে।

রিদয় প্রামানিকের বাবা উজ্জল বলেন, ‘বেশ কিছু দিন যাবৎ শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। গতকাল শনিবার তাঁকে শ্বশুর বাড়ির লোকজন মারধরও করে। সেই কারণে অভিমান করে কোনো কিছু খেয়ে আত্মহত্যা করেছে।’ 

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছে নেশা জাতীয় কিছু খেয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে বগুড়া মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত