Ajker Patrika

উচ্চ শব্দে বাজনা নিষেধে মারধর, ছাত্রলীগ সহসভাপতিকে রেহাই দিল রাবি প্রশাসন 

রাবি প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২১: ৩৬
উচ্চ শব্দে বাজনা নিষেধে মারধর, ছাত্রলীগ সহসভাপতিকে রেহাই দিল রাবি প্রশাসন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় আবাসিক হলে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর মধ্যে চারজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আর ছাত্রলীগ সহসভাপতিকে মুচলেকা নিয়ে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। 

আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

রেজিস্ট্রারের দাপ্তরিক আদেশের তথ্যমতে, আবাসিক শিক্ষার্থী না হওয়ার সত্ত্বেও শহীদ হবিবুর রহমান হলে অবস্থান এবং শৃঙ্খলাপরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চারুকলা অনুষদের ইমরান, আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হামজা ও নাজিম হোসাইনকে হল থেকে অপসারণ এবং নিজেদের সংশ্লিষ্ট হলে আবাসিকতা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

একই অভিযোগে ফাইন্যান্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ হাসান সম্রাটকে শহীদ হবিবুর রহমান হল থেকে বহিষ্কার এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আল আমিনকে মুচলেকা নিয়ে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। 

তাঁদের মধ্যে আল আমিন আকাশ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ও অন্যরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। 

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে একটি সিদ্ধান্ত হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা-সংবলিত একটি অফিস আদেশ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে কাজ চলছে।’ 

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর মধ্যরাতে শহীদ হবিবুর রহমান হলে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় দর্শন বিভাগের শিক্ষার্থী শাহাদত হোসেনকে মারধর করেন আল আমিন আকাশ, ইমরান ও সম্রাট। ঘটনার চলাকালে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রায়হান ইসলাম উভয় পক্ষে থামাতে গেলে তাঁর ওপর চড়াও হন এবং মারধর করেন ইমরান, সম্রাট, আমীর হামজা, নাজিমসহ অন্যরা। তাঁরা সবাই হল ছাত্রলীগের সহসভাপতি আল আমিনের অনুসারী ও ছাত্রলীগের কর্মী। 

 এ ঘটনায় হলের আবাসিক শিক্ষক ড. গৌতম দত্তকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তে অভিযোগের সত্যতা পায় কমিটি এবং কিছু সুপারিশসহ একটি প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে দেয়। সেই পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত