চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটের পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে অনুপস্থিত থাকার অপরাধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে ক্লাস শিক্ষক মোজাম্মেল হক অনুপস্থিত থাকার কারণে লাঠি দিয়ে মারপিট করে ওই শিক্ষার্থীকে। আজ মঙ্গলবার আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রীর মা আদরী বেগম জানান, তিনি নিজে শারীরিকভাবে অসুস্থ। এ জন্য বাড়ির কাজে সহযোগিতা করতে তাঁর মেয়ে শান্তা খাতুন কয়েক দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। প্রধান শিক্ষককে জানিয়ে ছুটিও নিয়েছিল। সোমবার সকালে বিদ্যালয়ে গেলে ক্লাস শিক্ষক মোজাম্মেল হক অনুপস্থিত থাকার কারণে লাঠি দিয়ে মারপিট করে। কিন্তু তাঁর মেয়ে মার খেয়ে অসুস্থ বোধ করলেও বাড়িতে আসতে দেয়নি ওই শিক্ষক। মাঝে মধ্যেই এভাবে মারধর করে।
আদরী বেগম আরও জানান, বিদ্যালয় ছুটির পর বাড়িতে এসে তাঁর মেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরে তিনি স্থানীয় একজন পল্লি চিকিৎসকের কাছে থেকে মেয়ের জন্য ওষুধ নেন। ওষুধ খাওয়ানোর পরেও অসুস্থ বোধ করলে মঙ্গলবার সকালে মেয়েকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক বেত দিয়ে হাতে মারার বিষয়টি স্বীকার করে বলেন, ‘শান্তা শিক্ষার্থী হিসেবে বেশ ভালো। সোমবার ক্লাসে ঠিকমতো পড়া না পড়ে আসায় সামান্য শাসন করেছি। হাতে বেত দিয়ে একটা মারা হয়েছে। এর বেশি কিছুনা।’
এ বিষয়ে জানতে পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানার কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, আমাদের কাছে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহীর চারঘাটের পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে অনুপস্থিত থাকার অপরাধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে ক্লাস শিক্ষক মোজাম্মেল হক অনুপস্থিত থাকার কারণে লাঠি দিয়ে মারপিট করে ওই শিক্ষার্থীকে। আজ মঙ্গলবার আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রীর মা আদরী বেগম জানান, তিনি নিজে শারীরিকভাবে অসুস্থ। এ জন্য বাড়ির কাজে সহযোগিতা করতে তাঁর মেয়ে শান্তা খাতুন কয়েক দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। প্রধান শিক্ষককে জানিয়ে ছুটিও নিয়েছিল। সোমবার সকালে বিদ্যালয়ে গেলে ক্লাস শিক্ষক মোজাম্মেল হক অনুপস্থিত থাকার কারণে লাঠি দিয়ে মারপিট করে। কিন্তু তাঁর মেয়ে মার খেয়ে অসুস্থ বোধ করলেও বাড়িতে আসতে দেয়নি ওই শিক্ষক। মাঝে মধ্যেই এভাবে মারধর করে।
আদরী বেগম আরও জানান, বিদ্যালয় ছুটির পর বাড়িতে এসে তাঁর মেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরে তিনি স্থানীয় একজন পল্লি চিকিৎসকের কাছে থেকে মেয়ের জন্য ওষুধ নেন। ওষুধ খাওয়ানোর পরেও অসুস্থ বোধ করলে মঙ্গলবার সকালে মেয়েকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক বেত দিয়ে হাতে মারার বিষয়টি স্বীকার করে বলেন, ‘শান্তা শিক্ষার্থী হিসেবে বেশ ভালো। সোমবার ক্লাসে ঠিকমতো পড়া না পড়ে আসায় সামান্য শাসন করেছি। হাতে বেত দিয়ে একটা মারা হয়েছে। এর বেশি কিছুনা।’
এ বিষয়ে জানতে পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানার কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, আমাদের কাছে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪২ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে