Ajker Patrika

উল্লাপাড়ায় পানিতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উল্লাপাড়ায় পানিতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশু সামিউল ইসলামের (০৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার বেলা ১২ টার দিকে বড়হরের বাঁশ হাটা ঘাটে করতোয়া নদীতে নানির সঙ্গে করতোয়া নদীতে নেমে ডুবে যায় সামিউল।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। 

মৃত শিশুর পরিবার সূত্রে জানা যায়, বেলা ১২ টার দিকে সামিউল নানির সঙ্গে পাশের বাঁশ হাটা ঘাটে গোসল করতে যায়। নানি তাকে উপড়ে রেখে নদীতে নামেন। একসময় নানির অলক্ষ্যে সামিউলও নদীতে নেমে ডুবে যায়। এ সময় নানি চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে নেমে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাজশাহী থেকে আনা ফায়ার সার্ভিসকে ডুবুরি দল বিকেল ৫টার দিকে নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ সামিউলের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত