Ajker Patrika

বগুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় আ.লীগ-বিএনপি  সংঘর্ষে আহত ২০

প্রধানমন্ত্রীকে কটূক্তি করার জের ধরে বগুড়ার গাবতলীতে গতকাল দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ করেছে বিএনপি। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এই সংঘর্ষের জন্য আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা পরস্পরকে দায়ী করেছেন। আওয়ামী লীগের নেতা- কর্মীরা বলছেন, তাঁদের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা চালায় বিএনপি। আর বিএনপি বলছে, আওয়ামী লীগের মিছিল থেকে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের বাড়িতে হামলা হয়। এরপরই পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন বলছেন, গত শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন বিএনপির নেত্রী সুরাইয়া জেরিন । তিনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। এর প্রতিবাদে গত শনিবার সকালে গাবতলী মহিলা লীগ বিক্ষোভ মিছিল বের করে। বিকেলে সুরাইয়া জেরিন রনির কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগ। এ নিয়ে গাবতলী থানায় সাধারণ ডায়েরিও করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান। গতকাল সেই একই কারণে বিক্ষোভ মিছিলের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার থানার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁদের মিছিলটি মডেল থানা অতিক্রম করার সময়ই শুরু হয় সংঘর্ষ। এ সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ উপজেলা বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণসহ রেললাইনের পাথর নিক্ষেপ করা হয়। 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু বলেন, বিএনপির নেত্রী সুরাইয়া জেরিনের বক্তব্যের প্রতিবাদে রোববার পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল তাঁদের। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের মিছিলটি থানা মোড় অতিক্রম করার সময় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাঁরা লাঠিসোঁটা নিয়েও হামলা চালান। তিনি বলেন, গাবতলী মডেল থানার পাশেই বিএনপির নেতা মোরশেদ মিল্টনের বাড়ি। তাঁর বাড়ি থেকেই মিছিলে হামলা হয়। এতে সাতজন নেতা-কর্মী আহত হন।

গাবতলী ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি মো. ফজলুল বারী খোকন বলেন, সংঘর্ষের সময় থানা মোড় এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়। তবে সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রনি মিয়া নামের এক মোবাইল বিক্রেতার দোকানের তালা ভেঙে ভাঙচুর ও লুটপাট করেন। ওই দোকান থেকে নতুন মুঠোফোনসহ নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করা হয়। সব মিলিয়ে ওই প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা লুট করা হয়েছে। রনি মিয়া মোবাইল বিক্রির পাশাপাশি মোবাইল ব্যাংকিং এজেন্টও।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল থেকে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের বাড়িতে হামলার পরই সংঘর্ষের সূত্রপাত হয়। তাঁরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের হামলার পর বিএনপির নেতা-কর্মীরা যখন একত্র হচ্ছিলেন, তখনই পুলিশ গুলি করে। এতে অনেকে আহত হন। বিএনপির নেতা এনামুল হক দাবি করেন, গুলিতে তাঁদের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) তানভীর হাসান বলেন, সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

হবিগঞ্জে সংঘর্ষ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করার সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। এ সময় উপজেলা তাঁতীদল সভাপতি মানিক মিয়াসহ (৫৫) তিনজন আটক হন। এ ঘটনার পর চুনারুঘাট বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। 
জানতে চাইলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, ছাত্রদলের কর্মীরা মারমুখী আচরণ করলে পুলিশ বাধা দেয়, এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করলে চার পুলিশ সদস্য আহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত