Ajker Patrika

বাঘায় বৃদ্ধার আত্মহত্যা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বাঘায় বৃদ্ধার আত্মহত্যা

রাজশাহীর বাঘায় রশিতে ঝুলে ঝর্ণা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের হরিনা উত্তরপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। 

নিহতের আত্মীয়রা জানান, উপজেলার বাউসা ইউনিয়নের হরিনা উত্তরপাড়া গ্রামের হামিদুল ইসলাম জামালের স্ত্রী ঝর্ণা বেগম দীর্ঘদিন মাথার যন্ত্রণায় ভুগছিলেন। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের লোকজনের অজান্তে নিজ বাড়ির বারান্দায় রশিতে ঝুলে আত্মহত্যা করে। 

এ বিষয়ে বৃদ্ধার স্বামী হামিদুল ইসলাম জামাল বলেন, ‘দুপুর থেকে সে মাথার অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল। তাঁর অবস্থা দেখে স্থানীয় তেঁতুলিয়া বাজারে ওষুধ আনতে যাই। ফিরে দেখি স্ত্রী রশিতে ঝুলে আছে। পরে স্থানীয়দের সহায়তায় রশি থেকে নামানো হয়েছে। বর্তমানে বাড়ির বারান্দায় মরদেহ রাখা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ঝর্ণা মানসিক রোগী ছিলেন। তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত