কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে এক সপ্তাহে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার মধ্য রাতে উপজেলার বাড়াকান্দি গ্রামের আবু তাহের আকন্দের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তাজুরপাড়া ও মঙ্গলবার রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি হয়।
ভুক্তভোগীরা জানান,৭-৮ জন ডাকাতের হাতে দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেনের ছেলে রানা বলেন, ‘মঙ্গলবার রাতে আমার বাড়িতে থেকে ২০ হাজার টাকা দামের স্মার্টফোন ও ছয় হাজার টাকা দামের ঘড়ি নিয়ে যায়। রোববার রাতে আমার চাচা আবু তাহেরের বাড়িতে ডাকাতি হয়।’
তাঁর চাচা তো ভাইয়ের স্ত্রীর বরাতে দিয়ে তিনি জানান, গতকাল অপরিচিত কেউ একজন এসে তাঁকে ভাত খাওয়ার কথা বলেন। রাতে খেয়েছে কি না? খাবার খাওয়ার বিষয়টি জানার পরে রাত ২টার দিকে ৭-৮ জন ঘরের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এদিকে রাতের খাওয়ার পর থেকে আবু তাহের ও তার স্ত্রী খুকি বেগম অজ্ঞান হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।
ভুক্তভোগী তাজুরপাড়া গ্রামের আবু বক্কর আকন্দের স্ত্রী লাকি খাতুন বলেন, ‘শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার দিতে চাইলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে বলে, ‘‘বাঁচতে চাইলে চুপ থাকেক। তা না হলে সবাই মারা পরবি।’ ’ ডাকাতেরা আমাদের স্বর্ণালংকার ও নগদ নিয়ে যায়।’
সাধারণ মানুষেরা ডাকাতির বিষয়টি নিয়ে আতঙ্কিত। দ্রুতই ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, এটি একটি চুরির ঘটনা, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজকে মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম রহমান বলেন, ‘ঘটনার স্থলে ওসিকে পাঠিয়েছিলাম ও সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে বেশ কিছু ক্লু আছে আশা করি দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করব।’
সিরাজগঞ্জের কামারখন্দে এক সপ্তাহে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার মধ্য রাতে উপজেলার বাড়াকান্দি গ্রামের আবু তাহের আকন্দের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তাজুরপাড়া ও মঙ্গলবার রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি হয়।
ভুক্তভোগীরা জানান,৭-৮ জন ডাকাতের হাতে দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেনের ছেলে রানা বলেন, ‘মঙ্গলবার রাতে আমার বাড়িতে থেকে ২০ হাজার টাকা দামের স্মার্টফোন ও ছয় হাজার টাকা দামের ঘড়ি নিয়ে যায়। রোববার রাতে আমার চাচা আবু তাহেরের বাড়িতে ডাকাতি হয়।’
তাঁর চাচা তো ভাইয়ের স্ত্রীর বরাতে দিয়ে তিনি জানান, গতকাল অপরিচিত কেউ একজন এসে তাঁকে ভাত খাওয়ার কথা বলেন। রাতে খেয়েছে কি না? খাবার খাওয়ার বিষয়টি জানার পরে রাত ২টার দিকে ৭-৮ জন ঘরের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এদিকে রাতের খাওয়ার পর থেকে আবু তাহের ও তার স্ত্রী খুকি বেগম অজ্ঞান হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।
ভুক্তভোগী তাজুরপাড়া গ্রামের আবু বক্কর আকন্দের স্ত্রী লাকি খাতুন বলেন, ‘শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার দিতে চাইলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে বলে, ‘‘বাঁচতে চাইলে চুপ থাকেক। তা না হলে সবাই মারা পরবি।’ ’ ডাকাতেরা আমাদের স্বর্ণালংকার ও নগদ নিয়ে যায়।’
সাধারণ মানুষেরা ডাকাতির বিষয়টি নিয়ে আতঙ্কিত। দ্রুতই ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, এটি একটি চুরির ঘটনা, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজকে মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম রহমান বলেন, ‘ঘটনার স্থলে ওসিকে পাঠিয়েছিলাম ও সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে বেশ কিছু ক্লু আছে আশা করি দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে