Ajker Patrika

বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের হাজিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন রাজশাহীর গোলাম কবির (৪২) এবং শেরপুরের হামছাপুর এলাকার বাসিন্দা চায়না আক্তার (৩৮) ও নুরে জান্নাত লুবা (৪)।

এ ঘটনায় চারজন আহত হয়েছে। তাঁরা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক রুবেল মিয়া (৩৫), নিহত নুরে জান্নাত লুবার মা তানজিলা আক্তার (৪০), মোজাম্মেল হক (৫০) ও আসাদ (৪০)। আহতদের মধ্যে দুজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়া শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশায় চালক ও বাচ্চাসহ সাতজন যাত্রী ছিল। এ সময় পেছন থেকে বগুড়াগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থালেই দুজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, নিহত তিনজনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অটোরিকশাকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত