Ajker Patrika

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক দুটি হত্যা মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতা-কর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল বারী রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

যাঁদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, তাঁরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলাম, মতিন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ ও তানজিল ইসলাম।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুলশিক্ষক সেলিম রেজা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফরের আবেদন শুনানি শেষে কারাগারে আটক আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, আরিফুল ইসলাম আরিফ ও মাশরাফি হিরোকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অপরদিকে রিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলামের আবেদন শুনানি শেষে আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, মতিন সরকার, মাশরাফি হিরো ও তানজিলকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত