Ajker Patrika

সাঁথিয়ায় পুকুর থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, হদিস নেই অটোরিকশার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৪৮
পুকুর থেকে লাশ তোলার পর উৎসুক এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত
পুকুর থেকে লাশ তোলার পর উৎসুক এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় পুকুর থেকে সুজন ওরফে সুজল (৪০) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার জোড়গাছা ব্রিজের পাশের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের ইছাক প্রামাণিকের ছেলে।

নিহত সুজনের মেজ ভাই আবদুল ওহাব বলেন, সুজন জোড়গাছা গ্রামে তাঁর শ্বশুর আজগর আলীর বাড়িতে থাকতেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলে সুজন অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। আজ শনিবার সকালে স্থানীয়রা জোড়গাছা স্বরূপ ব্রিজের পাশে তোরানের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে পরিবারের লোকজন লাশের শনাক্ত করেন। তাদের ধারণা সুজনকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশের গলায় ফাঁসের চিহ্ন আছে। অটো ভ্যান পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, অটো ভ্যানের জন্যই তাঁকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত