শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন রবিউল ইসলাম। কয়েক মাসে প্রায় আড়াই কোটি টাকা বাকিতে চাল নিয়ে দুই দিন ধরে তাঁর আর খোঁজ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী। প্রতিকার চেয়ে গতকাল রোববার রাতে তাঁরা রবিউলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। স্বজনেরাও রবিউলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীরা জানান, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকায় মারিয়া সুপার শপ নামের একটি প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম। তিনি এলাকার ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নেন। ‘গুড ফুড’ নামে মোড়কজাত করে সেগুলো ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। সপ্তাহ শেষে তিনি চাতাল ব্যবসায়ীদের টাকা পরিশোধ করেন। কিন্তু গত দুই সপ্তাহ টাকা পরিশোধ না করায় তাঁর বকেয়া আড়াই কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যেই পাঁচ দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাতে পুঁজি হারানোর আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ক্ষুদ্র চাল ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, রবিউল ইসলাম তাঁর কাছ থেকে ৬ লাখ ৬৪ হাজার টাকার চাল বাকিতে নিয়েছেন। তাঁর মত এলাকার অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ীর কাছে তিনি বাকিতে নিয়েছেন অন্তত আড়াই কোটি টাকার চাল। গত বৃহস্পতিবার চালের বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু তাঁর কোনো খোঁজ নেই। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। বাড়িতে খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে টাকা উদ্ধারের জন্য তিনি গতকাল রোববার রাতে থানায় রবিউল ইসলামের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের মধ্যে আবুল হোসেন ও বাবলু শেখ বলেন, প্রতি সপ্তাহে রবিউল ইসলাম তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার চাল নিয়ে ঢাকায় বিক্রি করেন। এতদিন নিয়মিত টাকা পরিশোধ করতেন। কিন্তু দুই সপ্তাহ ধরে চালের বাকি টাকা পরিশোধ না করে রবিউল ইসলাম ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। তাতে তাঁদের মতো স্থানীয় অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী মূলধন হারানোর আশঙ্কায় আছেন।
এদিকে রবিউলের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরাও। তাঁর ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বৃহস্পতিবার চালের বাকি টাকা আদায়ের জন্য ঢাকায় যায় রবিউল। গত শনিবার স্থানীয় এক চাল ব্যবসায়ীর সঙ্গে রবিউলের কথা হয়েছে। এরপর গত শনিবার রাত থেকে তার দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানা-পুলিশের শরণাপন্ন হয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল রোববার রাতে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন রবিউল ইসলাম। কয়েক মাসে প্রায় আড়াই কোটি টাকা বাকিতে চাল নিয়ে দুই দিন ধরে তাঁর আর খোঁজ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী। প্রতিকার চেয়ে গতকাল রোববার রাতে তাঁরা রবিউলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। স্বজনেরাও রবিউলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীরা জানান, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকায় মারিয়া সুপার শপ নামের একটি প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম। তিনি এলাকার ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নেন। ‘গুড ফুড’ নামে মোড়কজাত করে সেগুলো ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। সপ্তাহ শেষে তিনি চাতাল ব্যবসায়ীদের টাকা পরিশোধ করেন। কিন্তু গত দুই সপ্তাহ টাকা পরিশোধ না করায় তাঁর বকেয়া আড়াই কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যেই পাঁচ দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাতে পুঁজি হারানোর আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ক্ষুদ্র চাল ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, রবিউল ইসলাম তাঁর কাছ থেকে ৬ লাখ ৬৪ হাজার টাকার চাল বাকিতে নিয়েছেন। তাঁর মত এলাকার অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ীর কাছে তিনি বাকিতে নিয়েছেন অন্তত আড়াই কোটি টাকার চাল। গত বৃহস্পতিবার চালের বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু তাঁর কোনো খোঁজ নেই। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। বাড়িতে খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে টাকা উদ্ধারের জন্য তিনি গতকাল রোববার রাতে থানায় রবিউল ইসলামের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের মধ্যে আবুল হোসেন ও বাবলু শেখ বলেন, প্রতি সপ্তাহে রবিউল ইসলাম তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার চাল নিয়ে ঢাকায় বিক্রি করেন। এতদিন নিয়মিত টাকা পরিশোধ করতেন। কিন্তু দুই সপ্তাহ ধরে চালের বাকি টাকা পরিশোধ না করে রবিউল ইসলাম ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। তাতে তাঁদের মতো স্থানীয় অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী মূলধন হারানোর আশঙ্কায় আছেন।
এদিকে রবিউলের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরাও। তাঁর ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বৃহস্পতিবার চালের বাকি টাকা আদায়ের জন্য ঢাকায় যায় রবিউল। গত শনিবার স্থানীয় এক চাল ব্যবসায়ীর সঙ্গে রবিউলের কথা হয়েছে। এরপর গত শনিবার রাত থেকে তার দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানা-পুলিশের শরণাপন্ন হয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল রোববার রাতে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজাসহ মমিন মিয়া (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠিয়েছে থানা–পুলিশ। মমিন মিয়ার বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি...
১ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাতি করা হয়েছে। এ সময় লুট করা হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালিয়াদহ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এ ডাকাতি করা হয়।
১২ মিনিট আগেবাসায় উপস্থিত সবার জন্যই আপ্যায়নের চেষ্টা করেছেন আইভী। তিনি নিজের হাতে সবাইকে আপ্যায়নের চেষ্টা করেন। বিস্কুট, কলা, লালমোহন মিষ্টি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কর্মকর্তারা এসব খাননি। তাঁরা বলেছেন, ‘অভিযানে এসে খাবার গ্রহণ করাটা ঠিক হবে না।’ তাঁরা কেউই এসব খাবার গ্রহণ করেননি।
১৪ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কেশবপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুর ১২টায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। তাঁদের জয়পুরহাট থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
২৪ মিনিট আগে