Ajker Patrika

নির্বাচনী হলফনামা: ডলি সায়ন্তনীর বাড়ি-গাড়ি-সম্পত্তি কিছুই নেই

শাহীন রহমান, পাবনা 
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২০: ০৪
নির্বাচনী হলফনামা: ডলি সায়ন্তনীর বাড়ি-গাড়ি-সম্পত্তি কিছুই নেই

পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নামে একটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় ৪ লাখ ৮০ হাজার টাকা দেখালেও তাঁর বাড়ি-গাড়ি-সম্পত্তি—কিছুই নেই। ৪০ লাখ টাকার অস্থাবর সম্পদ থাকলেও তাঁর কোনো স্থাবর সম্পদ নেই বলে হলফনামায় উল্লেখ করেন। নিজের ৩০ ভরি স্বর্ণালংকার থাকলেও সেটার দাম জানেন না তিনি। নির্বাচন কমিশনের কাছে দেওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। 

নির্বাচন কমিশন বরাবর দাখিল করা হলফনামা থেকে জানা যায়, ডলি সায়ন্তনীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। বসবাস করেন ঢাকা ক্যান্টনমেন্টের ডিওএইচএস বারিধারা এলাকায়। 

তাঁর পেশা হিসেবে গায়িকা উল্লেখ করেছেন। তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৮০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা রয়েছে ২ লাখ। ব্যাংকে জমা টাকা ৩৬ লাখ ৪২ হাজার টাকা। ৩০ ভরি স্বর্ণের মালিক তিনি। তবে তাঁর কোনো মূল্য উল্লেখ করেননি হলফনামায়। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকার, আর আসবাব রয়েছে ৪০ হাজার ৪০০ টাকার। এই শিল্পীর স্থাবর কোনো সম্পদের বিবরণ নেই। তাঁর বিরুদ্ধে নেই কোনো মামলা। 

ডলি সায়ন্তনীর দাদার বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। আর পৈতৃক আবাস ছিল পাবনা শহরে। নির্বাচন ঘিরে তিনি মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচনী এলাকায় গণসংযোগ করে বেশ জমিয়ে রেখেছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। মাঠঘাটে ভক্ত-অনুরাগীদের দাবি পূরণে খালি গলায় দুই লাইন গাইতে হচ্ছে তাঁকে। 

এ বিষয়ে কথা বলতে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডলি সায়ন্তনীর মোবাইলে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। পরে সাংবাদিক পরিচয় দিয়ে মেসেজ পাঠালেও তিনি সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত