Ajker Patrika

ফেসবুক পোস্টে ২০ বছর পর আসমার পরিবারের সন্ধান

প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)
আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৮: ৪৭
ফেসবুক পোস্টে ২০ বছর পর আসমার পরিবারের সন্ধান

ফেসবুক পোস্টের মাধ্যমে হারিয়ে যাওয়ার ২০ বছর পরে পরিবারের সন্ধান পেলেন আছমা বেগম (২৮)। ময়মনসিংহ জেলার 'ফুলপুর হেল্প লাইন' নামের একটি ফেসবুক গ্রুপে পোস্টের মাধ্যমে এ সন্ধান মেলে।

জানা যায়, সৎ মায়ের নির্যাতনে ৭ বছর বয়সে ঢাকায় আসেন ময়মনসিংহের আছমা বেগম (২৮)। শুরু করেন গৃহকর্মীর কাজ। সেখানেও চলে  মানসিক ও শারীরিক নির্যাতন। নির্যাতন সইতে না পেরে কাজ বাদ দিয়ে গার্মেন্টসে কাজ নেন আছমা। সেখানে সিরাজগঞ্জের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। বাবা–মায়ের পরিচয় না বলতে পারায় এখানেও চলে নানা কটু কথা, নির্যাতন। এর মাঝেও চালিয়ে যান সংসার, হন দুই সন্তানের মা। বাচ্চারা নানা বাড়িতে যেতে চাইলেও নিতে পারেননি আছমা। এ নিয়েও হতাশা ছিল।

সম্প্রতি বাড়ির সামনে টুলে বসে ফোন চালাচ্ছিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী রাকিবুল হাসান হৃষাদ। পাশেই আছমাসহ কয়েকজন নারী শ্রমিক মাটি কাটছিলেন। কাজ শেষ করে একজন নারী শ্রমিক হৃষাদের কাছে এসে জিজ্ঞেস করেন, 'বাবা, তোমার এই বড় ফোন দিয়া কি দেশ বিদেশের খবর নেওয়া যায়? ' হৃষাদ বললেন 'হ্যাঁ নেওয়া যায়'। তখন তিনি জানান, 'আমাদের সাথে আছমা নামের একজন কাজ করে। সে ২০ বছর আগে হারায় গেছে। ও জানে ওর বাড়ি ময়মনসিংহ। কিন্তু কেউ ওরে সাহায্য করে না। বাবা তুমি একটু ওর বাবার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও।'  

রাকিবুল হাসান হৃষাদএই অনুরোধের সাড়া দেন রাকিবুল হাসান হৃষাদ। বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলার বন্ধুবান্ধবের মাধ্যমে খোঁজ নেওয়া শুরু করেন। এরপর খোঁজ পান ময়মনসিংহ জেলার ফেসবুক গ্রুপ 'ফুলপুর হেল্প লাইন'-এর। সেখানে আছমার ছবি ও নিজের নম্বর দিয়ে পোস্ট করেন হৃষাদ।

এই ফেসবুক পোস্ট দেখে আছমার ভাই আসমাকে চিনতে পারেন। পরে আসমার ভাই ও এলাকার ইউপি সদস্য হৃষাদকে মোবাইলে কল দেন। বিস্তারিত জানার পরে দেখা যায় এটিই আছমার পরিবার। পরিবারের সদস্যদের সঙ্গে আসমার কথাও হয়েছে। তবে করোনা মোকাবিলায় চলমান কঠোর লকডাউনের কারণে তাঁকে বাড়ি আনা যাচ্ছে না। লকডাউন পরে তাঁকে বাড়িতে আনা হবে বলে জানান ময়মনসিংহ ফুলপুর উপজেলার রহিমগঞ্জের ইউপি সদস্য নজরুল ইসলাম সরকার।

আছমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, 'সৎ মায়ের অত্যাচারের জন্য আমাকে ৭ বছর বয়সে ঢাকা আসতে হয়েছিল। রাকিবুল হাসান হৃষাদ ভাইয়ের জন্য ২০ বছর পর আমি পরিবারের সন্ধান পেয়েছি।'

আছমার ভাই বলেন, আছমা ১৮-২০ বছর আগে হারিয়ে গিয়েছিল। ফেসবুকের মাধ্যমে তাঁকে খুঁজে পেয়েছি।  বিষয়টি নিয়ে থানায়ও কথা হয়েছে। লকডাউন পরে বোনকে বাড়িতে নিয়ে আসব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত