Ajker Patrika

নৌকার প্রচার করায় বগুড়ায় আওয়ামী লীগের ২ নেতাকে অব্যাহতির অভিযোগ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১: ৪৯
নৌকার প্রচার করায় বগুড়ায় আওয়ামী লীগের ২ নেতাকে অব্যাহতির অভিযোগ 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়ে কৈফিয়ত তলব করা হয়েছে। আজ বুধবার বিকেলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

তবে অব্যাহতি প্রাপ্তরা বলছেন, মহাজোট প্রার্থী (নৌকা প্রতীক) জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া দুজন হলেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল ও সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কর্মকাণ্ডে অনুপস্থিত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে দুজনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ আগামী সাত দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

প্রার্থী রেজাউল বলেন, ‘গতকাল মঙ্গলবার পৌর আওয়ামী লীগের সভাপতিসহ নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেছি। তাঁরাও আমার প্রচারে অংশ নিয়েছেন। পরদিন আজ সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি দেওয়ার ঘটনাটি নৌকা মার্কার সঙ্গে প্রকাশ্যে বিরোধিতা।’

মুক্তার হোসেন বকুল বলেন, ‘আমি নিয়মিত সংগঠনের কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকি। নৌকা মার্কায় প্রার্থী হয়েছেন জেলা জাসদের সভাপতি বর্তমান সংসদ সদস্য রেজাউল করিম তানসেন। গতকাল মঙ্গলবার আমি এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান নৌকা মার্কার প্রচারণায় অংশ নিই। পরদিন আমাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।’

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক বলেন, ‘নৌকা মার্কার পক্ষে কাজ করার কারণে না, তাঁদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে।’ তবে কী অভিযোগ সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ফিরোজ কামাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত