Ajker Patrika

১৫ পুলিশ হত্যা মামলা: লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি  
সিরাজগঞ্জের আদালতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। ছবি: আজকের পত্রিকা
সিরাজগঞ্জের আদালতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ভাঙচুর, অগ্নিসংযোগসহ ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

আজ বুধবার আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ওমর ফারুক জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অদেশ দেন।

আদালতের জিআরও আবু সাঈদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সূত্র থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটসহ ১৫ পুলিশকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৫ হাজার থেকে ৬ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ওই মামলায় ৫ জানুয়ারি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত