Ajker Patrika

রাতে নিখোঁজ, সকালে ধানখেতে মিলল ট্রাকচালকের গলাকাটা মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৪: ৪০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাতে নিখোঁজ হওয়া ট্রাকচালক রাশিদুল ইসলামের (৪০) গলাকাটা মরদেহ সকালে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর এলাকার আশানবাড়ী এলাকায় একটি ধানখেতের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাশিদুল ইসলাম তাড়াশ থানাপাড়া এলাকার মৃত তুফান ডাক্তারের ছেলে।

নিহত রাসেদুল ইসরামের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের শাস্তি চাই। কী কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তা জানি না।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, স্থানীয় এক নারী ঘাস কাটতে গিয়ে দেখেন ইরি ধানের আইলের পাশে একজনের মরদেহ পড়ে আছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন তাড়াশ থানায় খবর দেন। আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত