বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর দেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দিঘইর গ্রামের হাবিবুর রহমান (৪৫), রওশন আলী (৬৫), হাসেম আলী (৪৫), জিয়ারুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (২৭), বজলুর রহমান (৫০) ও সাদ প্রামাণিক (৪৭)। তাঁদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম এবং উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বটতলা এলাকায় জুয়েল নামের এক ব্যক্তির চায়ের দোকানে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়।
আরিফুল ইসলাম বলেন, ‘ইউপি চেয়ারম্যানের ছেলে সোহেল রানার সঙ্গে আমার বিরোধ চলছিল। সে রাত সাড়ে ৮টার দিকে ২০-২৫ জন লোক নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে আমাদের চারজন আহত হন। পরে সেনাবাহিনী গিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’
অন্যদিকে সোহেল রানা বলেন, ‘আরিফুল ও তার লোকজন এলাকাবাসীকে নিয়মিত হয়রানি করে আসছিল। বুধবার রাতে তারা আমার লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমরা আত্মরক্ষার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, উভয় পক্ষই পৃথক মামলা করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর দেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দিঘইর গ্রামের হাবিবুর রহমান (৪৫), রওশন আলী (৬৫), হাসেম আলী (৪৫), জিয়ারুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (২৭), বজলুর রহমান (৫০) ও সাদ প্রামাণিক (৪৭)। তাঁদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম এবং উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বটতলা এলাকায় জুয়েল নামের এক ব্যক্তির চায়ের দোকানে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়।
আরিফুল ইসলাম বলেন, ‘ইউপি চেয়ারম্যানের ছেলে সোহেল রানার সঙ্গে আমার বিরোধ চলছিল। সে রাত সাড়ে ৮টার দিকে ২০-২৫ জন লোক নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে আমাদের চারজন আহত হন। পরে সেনাবাহিনী গিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’
অন্যদিকে সোহেল রানা বলেন, ‘আরিফুল ও তার লোকজন এলাকাবাসীকে নিয়মিত হয়রানি করে আসছিল। বুধবার রাতে তারা আমার লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমরা আত্মরক্ষার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, উভয় পক্ষই পৃথক মামলা করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩২ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪২ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে