Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বগুড়ার যুবককে গুলি করে হত্যা

বগুড়া প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে বগুড়ার যুবককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অরেঞ্জ শহরে বগুড়ার এক যুবককে গুলি হত্যা করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার রাত ৩টা ৩৩ মিনিটে টেক্সাসে ওই যুবকের বাসার কাছেই তাকে গুলি করা হয় বলে জানিয়েছে নিহতের স্বজনেরা।

আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে টেক্সাসে অবস্থানরত ওই যুবকের খালু ফেরদৌস বারী। 

নিহত যুবকের নাম আসিফ ইমরান (২৬)। তিনি বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার জাকির হোসেন নয়নের ছেলে। 

ইমরানের খালু ফেরদৌস বারী বলেন, ‘১১ বছর বয়সে আসিফ তাঁর বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। শনিবার ভোর রাত ৩টা ৩৩ মিনিটে আসিফ নিজেই তাঁর গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরে বাসার কাছে পৌঁছালে, একদল দুর্বৃত্ত তাঁর গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। এতে গাড়ির ভেতরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিফ ইমরান।’ 

ফেরদৌস বারী আরও বলেন, ‘আসিফ ইমরানের বিয়ের জন্য পারিবারিকভাবে মেয়ে দেখা হচ্ছিল। কী কারণে আসিফকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।’ 

দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর গাড়ির ভেতর ও বাহির থেকে ১৮টি গুলির খোসা পাওয়া যায় বলে তিনি জানান। আসিফ ইমরানের মরদেহ সেখানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হলে সেখানেই দাফন করা হবে জানান ফেরদৌস বারী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত