মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে। এ সময় মেয়ের মা-বাবাকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নলঘৈর গ্রামের এই ঘটনায় আজ রোববার মান্দা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাতায়াতের পথে কোঁচড়া গ্রামের বখাটে মেহেদী হাসান (২২) তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি মেহেদীর পরিবারকে জানানো হলে তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘পরিবারের কাছে অভিযোগ করায় মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় শনিবার বিকেলে বখাটে মেহেদী হাসান আমার বাড়িতে ঢুকে মেয়ের সঙ্গে অশালীন আচরণ করে। এ সময় আশপাশের লোকজন এসে তাকে আটকে রাখে।’
স্থানীয় বাসিন্দারা বলেন, খবর পেয়ে মেহেদী হাসানের পরিবারের লোকজন এসে আব্দুস সাত্তারের বাড়িতে হামলা করে। এ সময় বাড়ি ভাঙচুরসহ মেয়ের মা-বাবাকে মারধর করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে মেহেদী হাসানকে ছিনিয়ে নিয়ে হামলাকারীরা সটকে পড়ে। এ ঘটনায় মেহেদী হাসান, রাতুল ইসলাম রনিসহ পাঁচজনের বিরুদ্ধে আজ রোববার মান্দা থানায় মামলা করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ‘এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর মান্দায় স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে। এ সময় মেয়ের মা-বাবাকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নলঘৈর গ্রামের এই ঘটনায় আজ রোববার মান্দা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাতায়াতের পথে কোঁচড়া গ্রামের বখাটে মেহেদী হাসান (২২) তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি মেহেদীর পরিবারকে জানানো হলে তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘পরিবারের কাছে অভিযোগ করায় মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় শনিবার বিকেলে বখাটে মেহেদী হাসান আমার বাড়িতে ঢুকে মেয়ের সঙ্গে অশালীন আচরণ করে। এ সময় আশপাশের লোকজন এসে তাকে আটকে রাখে।’
স্থানীয় বাসিন্দারা বলেন, খবর পেয়ে মেহেদী হাসানের পরিবারের লোকজন এসে আব্দুস সাত্তারের বাড়িতে হামলা করে। এ সময় বাড়ি ভাঙচুরসহ মেয়ের মা-বাবাকে মারধর করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে মেহেদী হাসানকে ছিনিয়ে নিয়ে হামলাকারীরা সটকে পড়ে। এ ঘটনায় মেহেদী হাসান, রাতুল ইসলাম রনিসহ পাঁচজনের বিরুদ্ধে আজ রোববার মান্দা থানায় মামলা করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ‘এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪২ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে