Ajker Patrika

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রাবি প্রক্টর প্রত্যাহার

রাবি প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১৯
শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রাবি প্রক্টর প্রত্যাহার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের হিমেল নামের এক শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার বার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপাচার্য বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হন। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। আহত দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আওতায় দুই আবাসিক হল ও একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। কাজের নির্মাণসামগ্রী আনা হচ্ছিল ট্রাকে করে। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে হিমেলের সঙ্গে আরও দুজন ছিলেন। ট্রাকের ধাক্কায় হিমেল ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুজন গুরুতর আহত হন। 

এদিকে হিমেলে মৃত্যুর বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সেখানে থাকা চারটি ট্রাকে আগুন লাগিয়ে দেন। ঘটনার পর এক ঘণ্টা পার হয়ে গেলেও প্রশাসনের কেউ না আসায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের গেটের তালা ভাঙার চেষ্টা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত