Ajker Patrika

অর্ধশত যাত্রী রেখেই ছেড়ে গেল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৬: ৩২
অর্ধশত যাত্রী রেখেই ছেড়ে গেল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রায় অর্ধশতাধিক যাত্রী রেখেই বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়তে হয় ট্রেনটির যাত্রীদের।

আজ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এসেছিল সান্তাহার জংশন স্টেশনে। ট্রেনে যাত্রীদের চাপ থাকায় ও ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আসায় প্ল্যাটফর্মে যাত্রীদের ওঠা নামার জন্য পাঁচ মিনিট ট্রেন দাঁড়ানোর নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি পাঁচ মিনিট না দাঁড়ানোয় ট্রেনে যাত্রী উঠতে পারেনি।

আনিকা তাবাসসুম নামের রাজশাহী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমি রাজশাহীতে যাওয়ার জন্য বরেন্দ্র ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। ট্রেনটি আসার পর যাত্রীদের চাপ অনেক বেশি ছিল, ভেতরের যাত্রী নামা এবং নতুন যাত্রী ওঠার জন্য পর্যাপ্ত সময় না দিয়েই ট্রেনটি ছেড়ে দেয়। স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিষয়টি গার্ডকে মৌখিকভাবে ও হাত ইশারা দিয়ে জানালেও ট্রেনটি দাঁড়ায়নি।’

সিরাজুল ইসলাম নামের আরেক এক যাত্রী বলেন, ‘আমি সান্তাহার থেকে রাজশাহী যাওয়ার জন্য ১২৫ টাকা দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট কেটে ছিলাম। ট্রেনটি সান্তাহারে ৮টা ৫০ মিনিটে আসার সময় থাকলেও ট্রেন এসেছে প্রায় ১০টার দিকে। আর ট্রেনে আজকে প্রচুর যাত্রী ছিল। ট্রেনটি দাঁড়ানোর কিছুক্ষণ পরই ছেড়ে দেয়। এতে আমি যেমন ট্রেনে উঠতে পারিনি। অন্যদিকে অনেকে ট্রেন থেকে নামতেও পারেনি। এখন রাজশাহী যাওয়ার আর কোনো ট্রেন না থাকায় অনেকটা বিপাকে পড়েছি।’

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী রতন আলী বলেন, ‘বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পড়ে এসেছিল। অন্যদিকে একই প্ল্যাটফর্মে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আসার সময় হয়ে ছিল—এ কারণে ট্রেনটি সীমিত সময় দাঁড়িয়ে ছেড়ে চলে যায়। ট্রেনে যাত্রীর চাপ থাকার কারণে অনেক যাত্রী নামতে ও উঠতে পারেনি।’

এ বিষয়ে সান্তাহার জংশন স্টেশনমাস্টার হাবিবুর রহমান বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। কোনো যাত্রীও তাঁকে অভিযোগ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত