Ajker Patrika

রাবিতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাবি প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২০: ৪৫
রাবিতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারকাজের সময় ছাদ থেকে পড়ে আলেক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। 

আলেক (৩৫) নগরীর বেলপুকুর থানা কাপাশিয়ার বাসিন্দা ছিলেন। 

ডাক্তারের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

প্রত্যক্ষদর্শী ও প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, কয়েকজন শ্রমিক অডিটরিয়ামের ছাদ পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ করে একজন শ্রমিক পড়ে যান। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ৷ ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারের কাজ তিনটি ধাপে হচ্ছে। যার মধ্যে সিভিলের কাজটি করছে হোসেন এন্টারপ্রাইজ। স্থানীয়ভাবে কাজটি দেখভাল করছে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলার বাসিন্দা মমতাজ উদ্দিন ডন। 

শ্রমিকের নিরাপদ সরঞ্জাম ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, শ্রমিকদের সেফটি গার্ড দেওয়া ছিল। কিন্তু যেহেতু ছাদ পরিষ্কার করছিলেন তাই পরেননি। 

অডিটরিয়ামে সংস্কারকাজের দেখভালের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিনহাজুল আলম। তিনি বলেন, ‘আমি আগে থেকে বলে দিয়েছি ওপরের কাজ করার সময় সেফটি ব্যবহার করতে হবে। অন্যথায় কাজ করা যাবে না। আজ শনিবার ছুটির দিন। আমাকে না জানিয়ে তারা কাজ করছিল।’ 


 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত