Ajker Patrika

শীতে সান্তাহার জংশনে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
শীতে সান্তাহার জংশনে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

বগুড়ার আদমদীঘি সান্তাহার জংশন স্টেশন থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যার দিকে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে লাশটি উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের ধারণা, তীব্র শীতে ঠান্ডা জনিত কারণে তার মৃত্যু হতে পারে।

রেলওয়ে থানা সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই বৃদ্ধা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলত। কিছুদিন ধরে তিনি সান্তাহার জংশন স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে রাত্রি যাপন করতেন।

স্টেশন এলাকায় অসহায়–ছিন্নমূলদের সাহায্যকারী আজিজুল হক রাজা বলেন, ‘ওই বৃদ্ধা বেশ কিছু দিন ধরে স্টেশনে রাত্রি যাপন করতেন। আজ শুনতে পাই, তিনি মারা গেছে। আমার মনে হয়, অতিরিক্ত ঠান্ডার কারণে বৃদ্ধা মারা গেছে। এতে খুব খারাপ লাগছে।’

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নরেন চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত