নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বুধবার রাজশাহীর মানব পাচার ট্রাইব্যুনালে এ মামলা করেন ভুক্তভোগী আবু তালেব মুন্না।
এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুস সবুর খান। ভুক্তভোগী আবু তালেব রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আবদুল করিম। তিনি সরদহে বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত। চাঁপাইনবাবগঞ্জের বারোঘোরিয়া এলাকায় তাঁর বাড়ি। অপর পুলিশ সদস্য হলেন আবদুল করিমের সহযোগী মমিন আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী আব্দুস সবুর খান আজকের পত্রিকাকে বলেন, ‘২০২০ সালে কারারক্ষী পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে আবু তালেবের কাছ থেকে ১৪ লাখ টাকা নেন পুলিশ সদস্য আবদুল করিম। তবে তিনি চাকরি পাইয়ে দিতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে তিনি কৌশলে আদম ব্যাপারীর মাধ্যমে আবু তালেবকে দুবাই পাঠিয়ে দেন।’
সবুর খান আরও বলেন, ‘গত বছরের নভেম্বর মাসে দুবাইয়ে গিয়ে আবু তালেব পড়েন মমিন আলীর খপ্পরে। তাঁকে সেখানে আটকে রাখা হয়। টানা ৩৮ দিন বন্দী থাকার পর আরও ৫ লাখ টাকা দিয়ে মেলে মুক্তি। এরপর গত ৩০ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন।’
আইনজীবী আব্দুস সবুর বলেন, আদালত আবু তালেবের অভিযোগ আমলে নিয়েছেন। মামলাটি তদন্তের জন্য চারঘাট থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ অভিযোগের বিষয়ে জানতে পুলিশ একাডেমিতে কর্মরত আবদুল করিমের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি।
রাজশাহীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বুধবার রাজশাহীর মানব পাচার ট্রাইব্যুনালে এ মামলা করেন ভুক্তভোগী আবু তালেব মুন্না।
এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুস সবুর খান। ভুক্তভোগী আবু তালেব রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আবদুল করিম। তিনি সরদহে বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত। চাঁপাইনবাবগঞ্জের বারোঘোরিয়া এলাকায় তাঁর বাড়ি। অপর পুলিশ সদস্য হলেন আবদুল করিমের সহযোগী মমিন আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী আব্দুস সবুর খান আজকের পত্রিকাকে বলেন, ‘২০২০ সালে কারারক্ষী পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে আবু তালেবের কাছ থেকে ১৪ লাখ টাকা নেন পুলিশ সদস্য আবদুল করিম। তবে তিনি চাকরি পাইয়ে দিতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে তিনি কৌশলে আদম ব্যাপারীর মাধ্যমে আবু তালেবকে দুবাই পাঠিয়ে দেন।’
সবুর খান আরও বলেন, ‘গত বছরের নভেম্বর মাসে দুবাইয়ে গিয়ে আবু তালেব পড়েন মমিন আলীর খপ্পরে। তাঁকে সেখানে আটকে রাখা হয়। টানা ৩৮ দিন বন্দী থাকার পর আরও ৫ লাখ টাকা দিয়ে মেলে মুক্তি। এরপর গত ৩০ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন।’
আইনজীবী আব্দুস সবুর বলেন, আদালত আবু তালেবের অভিযোগ আমলে নিয়েছেন। মামলাটি তদন্তের জন্য চারঘাট থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ অভিযোগের বিষয়ে জানতে পুলিশ একাডেমিতে কর্মরত আবদুল করিমের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে