Ajker Patrika

গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে উধাও এনজিও, ফেরত চেয়ে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
টাকা ফেরত এবং অভিযুক্ত আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন। আজ বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে। ছবি: আজকের পত্রিকা
টাকা ফেরত এবং অভিযুক্ত আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন। আজ বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে। ছবি: আজকের পত্রিকা

পাবনায় আড়াই শ গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে একটি এনজিওর বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু বিচার, অভিযুক্তদের গ্রেপ্তার এবং টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার (৭ মে) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। সঞ্চয় ও ডিপিএসের নামে এনজিওটি ওই টাকা নেয় বলে জানিয়েছেন গ্রাহকেরা।

গ্রাহকেরা অভিযোগ করে বলেন, ২০১১ সালে পাবনা শহরের দিলালপুরে মেঘনা এমসিসিএস লিমিটেড নামে একটি এনজিও চালু করেন আব্দুল কাইয়ুম নামের এক ব্যক্তি। তিনি নিজেই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তাঁর স্ত্রী রঞ্জনা খাতুন চেয়ারম্যান হিসেবে কাজ করেন। তাঁরা বেশ কিছু নারী মাঠকর্মী নিয়োগ করে গ্রামের অসহায় নারীদের টাকা দ্বিগুণ হওয়ার প্রলোভন দিয়ে সঞ্চয় ও ডিপিএসের নামে টাকা জমা নিতে শুরু করেন। এরপর একে একে গ্রামের সহজ সরল নারীরা নিজেদের জমানো টাকা লগ্নি করেন এনজিওটিতে। এর মাঝে গত তিন মাস আগে বিভিন্ন গ্রাহকের ডিপিএসের ৫ বছর মেয়াদপূর্তির পর লভ্যাংশসহ টাকা চাইতে গেলে টালবাহানা শুরু করেন কাইয়ুম। একপর্যায়ে গ্রাহকদের সব টাকা নিয়ে উধাও হন তিনি।

ভুক্তভোগীদের দাবি, ২৫০ গ্রাহকের প্রায় সাড়ে ৭ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন প্রতারক কাইয়ুম ও তাঁর স্ত্রী। টাকা দিতে সময় নিয়েও তিনি টাকা দিতে পারেননি কাউকে। একপর্যায়ে অফিসে তালা দিয়ে লাপাত্তা হয়েছেন তাঁরা। তারপর থেকে তাঁদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

পাবনা পৌর সদরের লাইব্রেরি বাজারের আব্দুল মালেকের স্ত্রী ভুক্তভোগী আফসানা খাতুন বলেন, ‘আমার জমা দেওয়া ২৩ লাখ টাকা নিয়ে প্রতারক কাইয়ুম পালিয়েছে। ফোন বন্ধ। অফিসেও তালা। তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমার টাকা কীভাবে ফিরে পাব, সেই চিন্তায় দিশেহারা হয়ে গেছি।’

এনজিওটির মাঠকর্মী সুলতানা খাতুন বলেন, ‘আমি মাঠকর্মী হিসেবে বিভিন্ন গ্রামে গিয়ে মহিলাদের বুঝিয়ে এই এনজিওতে টাকা সঞ্চয় করিয়েছি, ডিপিএস করিয়েছি। আমার মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা এনজিওতে জমা হয়েছে। এখন মালিক প্রতারণা করে পালিয়ে যাওয়ায় গ্রাহকেরা সব আমার বাড়িতে চড়াও হচ্ছেন। টাকার জন্য চাপ দিচ্ছেন। আমি এখন এত টাকা কীভাবে পরিশোধ করব বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরেক মাঠকর্মী নীপা আক্তার বলেন, ‘প্রায় ৪০ লাখ টাকা তুলে জমা দিয়েছি। এখন টাকা ফেরতের সময় আর মালিক কাইয়ুমকে পাচ্ছি না। তিনি তাঁর স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন। কোথায় গেছেন কিছুই জানি না। তাঁদের ফোনও বন্ধ। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি।’

আজ বুধবার বিকেলে পাবনা শহরের দিলালপুরে মেঘনা এমসিসিএস লিমিটেডের প্রধান কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ পাওয়া গেছে। মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত আব্দুল কাইয়ুম ও তাঁর স্ত্রী রঞ্জনা খাতুনের ফোন বন্ধ পাওয়া গেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত