রাবি, প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আব্দুল লতিফ হলে মধ্যরাতে আবাসিক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় এক ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার ও অবৈধভাবে হলে থেকে বিশৃঙ্খলার অভিযোগে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুজনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান।
গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঘটনা পর্যবেক্ষণের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নবাব আব্দুল লতিফ হলের গৃহশিক্ষক ড. হামিদুল ইসলামকে আহ্বায়ক এবং ড. অনিক কৃষ্ণ কর্মকার ও ড. আব্দুল কাদেরকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
সভা সূত্রে জানা যায়, নবাব আব্দুল লতিফ হলের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক তথ্যের ভিত্তিতে আবাসিক ছাত্র ও ছাত্রলীগের কর্মী তাসকীফ আল তৌহিদকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেনের শিক্ষাজীবন সম্পন্ন এবং পারভেজ হাসান জয় বঙ্গবন্ধু হলের নিবন্ধিত ছাত্র হওয়ায় তাঁদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে অবস্থান করে হলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে একজনকে সাময়িক বহিষ্কার এবং দুজনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দুজন এই হলের বৈধ ছাত্র না হওয়ার পরও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের তথ্য-প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ২৪৮ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী মুন্নাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম ও তাঁর অনুসারী ছাত্রলীগের কর্মী পারভেজ ও তৌহিদের বিরুদ্ধে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আব্দুল লতিফ হলে মধ্যরাতে আবাসিক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় এক ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার ও অবৈধভাবে হলে থেকে বিশৃঙ্খলার অভিযোগে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুজনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান।
গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঘটনা পর্যবেক্ষণের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নবাব আব্দুল লতিফ হলের গৃহশিক্ষক ড. হামিদুল ইসলামকে আহ্বায়ক এবং ড. অনিক কৃষ্ণ কর্মকার ও ড. আব্দুল কাদেরকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
সভা সূত্রে জানা যায়, নবাব আব্দুল লতিফ হলের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক তথ্যের ভিত্তিতে আবাসিক ছাত্র ও ছাত্রলীগের কর্মী তাসকীফ আল তৌহিদকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেনের শিক্ষাজীবন সম্পন্ন এবং পারভেজ হাসান জয় বঙ্গবন্ধু হলের নিবন্ধিত ছাত্র হওয়ায় তাঁদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে অবস্থান করে হলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে একজনকে সাময়িক বহিষ্কার এবং দুজনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দুজন এই হলের বৈধ ছাত্র না হওয়ার পরও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের তথ্য-প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ২৪৮ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী মুন্নাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম ও তাঁর অনুসারী ছাত্রলীগের কর্মী পারভেজ ও তৌহিদের বিরুদ্ধে।
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৪ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৪ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৬ ঘণ্টা আগে