Ajker Patrika

ঈশ্বরদীতে ট্রাক উল্টে ৩ শ্রমিকের মৃত্যু  

প্রতিনিধি
ঈশ্বরদীতে ট্রাক উল্টে ৩ শ্রমিকের মৃত্যু  

ঈশ্বরদী: ঈশ্বরদীতে কলাবোঝাই ট্রাক উল্টে তিন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। আহত হন, আরো সাতজন শ্রমিক।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপুরের চরগড়গড়ি পশ্চিমপাড়ার গ্রামীণ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত হলেন- উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জাব্বার হোসেন (৫৫), কৈকুন্ডা গ্রামের মতিয়ার রহমান শাহ্‌ (৩৭) এবং জয়পুরহাট জেলার শুকুর আলী (৩৫)।

আহতরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী একটি গাছের সাথে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনাটি ঘটে।

পুলিশ জানান, কৃষিবাগান ও জমিতে মজুরির বিনিময়ে কাজ করতো ওই শ্রমিকেরা। রোববার মধ্যরাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন থেকে জয়পুরহাটগামী কলাবোঝাই ট্রাকটি সাহাপুরে চরগড়গড়ি পশ্চিমপাড়া স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাছের সাথে ধাক্কা লাগলে পাশের একটি জমিতে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে তিনজন শ্রমিক নিহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান আসাদ জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত