বগুড়া প্রতিনিধি
বগুড়ায় দুই যুগ আগের দুটি হত্যাকাণ্ডে করা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ ও ৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আফজাল হোসেন, তাঁর ভাই জাহিদুল ইসলাম, সাইফুল আলম, গোলজার রহমান, আছমা বেগম, আলম ফকির ও তসলিম উদ্দিন। তাঁদের মধ্যে আছমা বেগম ও আলম ফকির পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৮ অক্টোবর রাতে বগুড়ার শিবগঞ্জের বিল হামলা গ্রামের একটি চাতালের নৈশপ্রহরী আব্দুল জব্বারকে হত্যা করা হয়। ওই চাতালে যন্ত্রপাতি লুটপাট করতে এ ঘটনা ঘটানো হয়েছিল। পরবর্তীতে ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এ ঘটনায় দীর্ঘ ২৪ বছর পর ছয়জনকে যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।
অপরদিকে, কাহালুর লক্ষীমণ্ডপ গ্রামে ১৯৯৬ সালের ৮ আগস্ট স্থানীয় পুকুর নিয়ে দ্বন্দ্বে মজিবর নামে এক কৃষককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় ১৯ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। পরে ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। আসামিদের মধ্যে দুজন মামলা চলাকালীন সময়ে মারা গেছেন। পরবর্তীতে দীর্ঘ ২৬ বছর পর এ মামলায় তসলিম উদ্দিনকে (৭০) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। একই সঙ্গে মামলার বাকি ১৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মুহাম্মাদ কামরুল হাসান এ রায় ঘোষণা করেন।
বগুড়া আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিনয় কুমার দাস বিশু বলেন, পৃথক দুটি মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ দুই যুগ পর হত্যাকাণ্ড দুইটির বিচারকার্য সম্পন্ন হয়েছে।
বগুড়ায় দুই যুগ আগের দুটি হত্যাকাণ্ডে করা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ ও ৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আফজাল হোসেন, তাঁর ভাই জাহিদুল ইসলাম, সাইফুল আলম, গোলজার রহমান, আছমা বেগম, আলম ফকির ও তসলিম উদ্দিন। তাঁদের মধ্যে আছমা বেগম ও আলম ফকির পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৮ অক্টোবর রাতে বগুড়ার শিবগঞ্জের বিল হামলা গ্রামের একটি চাতালের নৈশপ্রহরী আব্দুল জব্বারকে হত্যা করা হয়। ওই চাতালে যন্ত্রপাতি লুটপাট করতে এ ঘটনা ঘটানো হয়েছিল। পরবর্তীতে ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এ ঘটনায় দীর্ঘ ২৪ বছর পর ছয়জনকে যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।
অপরদিকে, কাহালুর লক্ষীমণ্ডপ গ্রামে ১৯৯৬ সালের ৮ আগস্ট স্থানীয় পুকুর নিয়ে দ্বন্দ্বে মজিবর নামে এক কৃষককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় ১৯ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। পরে ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। আসামিদের মধ্যে দুজন মামলা চলাকালীন সময়ে মারা গেছেন। পরবর্তীতে দীর্ঘ ২৬ বছর পর এ মামলায় তসলিম উদ্দিনকে (৭০) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। একই সঙ্গে মামলার বাকি ১৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মুহাম্মাদ কামরুল হাসান এ রায় ঘোষণা করেন।
বগুড়া আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিনয় কুমার দাস বিশু বলেন, পৃথক দুটি মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ দুই যুগ পর হত্যাকাণ্ড দুইটির বিচারকার্য সম্পন্ন হয়েছে।
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
১ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
১ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৪ ঘণ্টা আগে