Ajker Patrika

বগুড়ায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৪: ১৮
বগুড়ায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

বগুড়ায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতেরা হলেন শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে অটোরিকশাচালক মোকলেসুর রহমান (২৬) এবং একই উপজেলার সচিয়ানী পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরা এবং নিহত রফিকুল ইসলাম অটোরিকশার যাত্রী ছিলেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী বলেন, রংপুরগামী পিকআপের সঙ্গে বগুড়া শহরগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপচালক পালিয়ে গেছেন। পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত