তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে সুফলভোগী পুকুরের সদস্য করা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩১ মে) দুপুরে তাড়াশ পৌর সদরের ভাদাস গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ভাদাস গ্রামের মনিরুল ইসলাম (৩৫), আলহাজ আলী (৩৫), জোবায়ের হোসেন (২৭), মামুন হোসেন (২৭) ও খয়বর আলী (৪৫), মাসুদ রানা (৩২) ও মিলন হোসেন (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, তাড়াশ পৌর সদরের ভাদাস পশ্চিমপাড়ায় অবস্থিত নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় ঝিনাইপুকুর ও মাইঠাল দীঘি নামে দুটি পুকুর রয়েছে। সেই পুকুরের ভূমিহীন ও পুকুরপাড়ের বাসিন্দাদের নিয়ে ভাদাস পশ্চিমপাড়ার বাসিন্দা ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন একটি সুফলভোগীদের তালিকা তৈরি করে উপজেলা মৎস্য অফিসে জমা দেন।
অপর দিকে একই গ্রামের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের মাসুদ রানা তাঁর লোকজন নিয়ে আরেকটি তালিকা জমা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে শনিবার সকাল ১০টার দিকে দুপক্ষের ধস্তাধস্তি হয়। পরে বেলা ২টার দিকে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের কমপক্ষের ১০ আহত হয়।
এ প্রসঙ্গে সোহাগ হোসেন বলেন, ‘আমরা ভূমিহীন ও পুকুরপাড়ের লোকজন নিয়ে সদস্য করে দুই মাস যাবৎ ভোগদখল করছি। কিন্তু আজ মাসুদ গ্রুপের লোকজন আমাদের পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছে।’
অপর দিকে মাসুদ রানা বলেন, ‘তারা আমাদের অন্যায়ভাবে মারধর করে আহত করেছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জের তাড়াশে সুফলভোগী পুকুরের সদস্য করা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩১ মে) দুপুরে তাড়াশ পৌর সদরের ভাদাস গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ভাদাস গ্রামের মনিরুল ইসলাম (৩৫), আলহাজ আলী (৩৫), জোবায়ের হোসেন (২৭), মামুন হোসেন (২৭) ও খয়বর আলী (৪৫), মাসুদ রানা (৩২) ও মিলন হোসেন (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, তাড়াশ পৌর সদরের ভাদাস পশ্চিমপাড়ায় অবস্থিত নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় ঝিনাইপুকুর ও মাইঠাল দীঘি নামে দুটি পুকুর রয়েছে। সেই পুকুরের ভূমিহীন ও পুকুরপাড়ের বাসিন্দাদের নিয়ে ভাদাস পশ্চিমপাড়ার বাসিন্দা ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন একটি সুফলভোগীদের তালিকা তৈরি করে উপজেলা মৎস্য অফিসে জমা দেন।
অপর দিকে একই গ্রামের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের মাসুদ রানা তাঁর লোকজন নিয়ে আরেকটি তালিকা জমা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে শনিবার সকাল ১০টার দিকে দুপক্ষের ধস্তাধস্তি হয়। পরে বেলা ২টার দিকে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের কমপক্ষের ১০ আহত হয়।
এ প্রসঙ্গে সোহাগ হোসেন বলেন, ‘আমরা ভূমিহীন ও পুকুরপাড়ের লোকজন নিয়ে সদস্য করে দুই মাস যাবৎ ভোগদখল করছি। কিন্তু আজ মাসুদ গ্রুপের লোকজন আমাদের পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছে।’
অপর দিকে মাসুদ রানা বলেন, ‘তারা আমাদের অন্যায়ভাবে মারধর করে আহত করেছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৩ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৩ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৬ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৬ মিনিট আগে