Ajker Patrika

সিরাজগঞ্জে অস্ত্র রাখার দায়ে যুবকের ১৭ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে অস্ত্র রাখার দায়ে যুবকের ১৭ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্র রাখার দায়ে শাহীন প্রামাণিক (২৭) নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-৬-এর বিচারক জেসমিন আরা জাহান এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত শাহীন প্রামাণিক সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার জোগনীবাড়ি পুরানপাড়া এলাকার মৃত নজির প্রামাণিকের ছেলে। 

আদালতের বেঞ্চ সহকারী আব্দুল ফারহান ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মহসীন খান রানা এসব তথ্য নিশ্চিত করেন। তাঁরা বলেন, দুটি ধারায় শাহীন প্রামাণিককে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ২০ আগস্ট রাতে র‍্যাব-১২ এর কাছে খবর আসে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরের পাশে দৌলতনেছা কিন্ডার গার্ডেনের সামনে অস্ত্র কেনাবেচা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান র‍্যাব সদস্যরা। এ সময় শাহীন প্রামাণিককে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়। এই ঘটনায় র‍্যাব-১২-এর এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেন। 

মামলা চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ শাহীন প্রামাণিককে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৮৭৮ সালের ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত