আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে স্টেশন রোড এলাকা থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা-পুলিশ । আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৮)। তিনি খুলনা জেলার আড়ংঘাট ইউনিয়নের গাইকুড় গ্রামের শেখ ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আক্কেলপুর পৌরসভার সোনামুখীর মুকিমপুর মহল্লার হাসান নামে এক তরুণ তাঁর চার-পাঁচ জন বন্ধুকে নিয়ে পৌর সদরের রেলস্টেশন রোড এলাকায় মার্কেটে ঈদের জামা কাপর কিনতে আসেন। এ সময় হাসানসহ ওই তরুণদের পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়দানকারী জাহাঙ্গীর আলম আটক করে। এ সময় শেখ জাহাঙ্গীর আলম ভুক্তভোগী হাসানের কাছে থাকা মোবাইল ফোন ও ৪৫০ টাকা কেরে নেয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য বন্ধুরা দৌড়ে চলে যায়। এরপর শেখ জাহাঙ্গীর আলম ভুক্তভোগী হাসানকে বলেন ‘তোকে ১০ বোতল বাংলা মদ দিয়ে চালান দেব।’ এ থেকে বাঁচতে হলে ভুক্তভোগীকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১০ হাজার টাকা বিকাশে দিতে বলেন। তা না হলে থানায় নিয়ে তাঁকে মাদকের মামলা দেবেন বলে জানান জাহাঙ্গীর আলম। পরে ভুক্তভোগী হাসান বিষয়টি তাঁর পরিবার ও বন্ধুদের জানায়।
ভুক্তভোগী হাসান (১৭) বলছে, ‘লোকটি আমাকে ধরেই বলে, তোর কাছে তো বাংলা মদ আছে। তোকে থানায় নিয়ে যাব’ এই বলে তিনি আমার কাছে থাকা ৪৫০ টাকা ও মোবাইল ফোনটি কেড়ে নেয়। আমি এর প্রতিবাদ করলে তিনি আমাকে বলেন ‘তোকে ১০ বোতল বাংলা মদ দিয়ে চালান দেব।’ একপর্যায়ে তিনি আমার পরিবারের সাথে যোগাযোগ করতে বলেন। আর ১০ হাজার টাকা দিতে বলেন। টাকা না দিলে তিনি আমাকে থানায় নিয়ে গিয়ে মামলা দেবেন। এরপর আমি আমার বন্ধু মুন্নাকে ঘটনাটি খুলে বলি। তখন মুন্না তাঁর মহাজন লেমনকে জানায়। এরপর ঘটনাটি থানায় জানালে বোঝা যায় তিনি আসল পুলিশ নয়।’
ভুক্তভোগী হাসানের বন্ধু মুন্না হোসেন (১৮) বলেন, ‘হাসানসহ আমরা কয়েকজন বন্ধু মিলে ঈদের কেনাকাটা করছিলাম। তখন পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি আমাদের কাছে বাংলা মদ আছে বলে আটক করে। এরপর আমরা দৌড়ে চলে আসি কিন্তু হাসানকে ছাড়াতে পারিনি। পরে বিষয়টি আমরা মালিক লেমন ভাইকে জানায়।’
ওই মার্কেটের দোকান মালিক সমিতির লেমন (৪০) হোসেন বলেন, ‘প্রথম খবরটি আমার দোকানের কর্মচারী মুন্না জানায়। আর আমার দোকানটি থানার সামনে হওয়ায় সব পুলিশকে আমার চেনা। তখন আমি ওই লোকটির সাথে ফোনে কথা বলি। তাঁর কথা বার্তা শুনে আমার সন্দেহ হয়। এরপর পুলিশকে বিষয়টি জানাই। এর মধ্যে মুন্না ও তাঁর বন্ধুরা হাসান এবং পুলিশ পরিচয় দেওয়া লোকটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে রাত নয়টার দিকে রেলস্টেশনে তাঁকে পাওয়া যায়। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী শেখ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে স্টেশন রোড এলাকা থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা-পুলিশ । আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৮)। তিনি খুলনা জেলার আড়ংঘাট ইউনিয়নের গাইকুড় গ্রামের শেখ ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আক্কেলপুর পৌরসভার সোনামুখীর মুকিমপুর মহল্লার হাসান নামে এক তরুণ তাঁর চার-পাঁচ জন বন্ধুকে নিয়ে পৌর সদরের রেলস্টেশন রোড এলাকায় মার্কেটে ঈদের জামা কাপর কিনতে আসেন। এ সময় হাসানসহ ওই তরুণদের পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়দানকারী জাহাঙ্গীর আলম আটক করে। এ সময় শেখ জাহাঙ্গীর আলম ভুক্তভোগী হাসানের কাছে থাকা মোবাইল ফোন ও ৪৫০ টাকা কেরে নেয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য বন্ধুরা দৌড়ে চলে যায়। এরপর শেখ জাহাঙ্গীর আলম ভুক্তভোগী হাসানকে বলেন ‘তোকে ১০ বোতল বাংলা মদ দিয়ে চালান দেব।’ এ থেকে বাঁচতে হলে ভুক্তভোগীকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১০ হাজার টাকা বিকাশে দিতে বলেন। তা না হলে থানায় নিয়ে তাঁকে মাদকের মামলা দেবেন বলে জানান জাহাঙ্গীর আলম। পরে ভুক্তভোগী হাসান বিষয়টি তাঁর পরিবার ও বন্ধুদের জানায়।
ভুক্তভোগী হাসান (১৭) বলছে, ‘লোকটি আমাকে ধরেই বলে, তোর কাছে তো বাংলা মদ আছে। তোকে থানায় নিয়ে যাব’ এই বলে তিনি আমার কাছে থাকা ৪৫০ টাকা ও মোবাইল ফোনটি কেড়ে নেয়। আমি এর প্রতিবাদ করলে তিনি আমাকে বলেন ‘তোকে ১০ বোতল বাংলা মদ দিয়ে চালান দেব।’ একপর্যায়ে তিনি আমার পরিবারের সাথে যোগাযোগ করতে বলেন। আর ১০ হাজার টাকা দিতে বলেন। টাকা না দিলে তিনি আমাকে থানায় নিয়ে গিয়ে মামলা দেবেন। এরপর আমি আমার বন্ধু মুন্নাকে ঘটনাটি খুলে বলি। তখন মুন্না তাঁর মহাজন লেমনকে জানায়। এরপর ঘটনাটি থানায় জানালে বোঝা যায় তিনি আসল পুলিশ নয়।’
ভুক্তভোগী হাসানের বন্ধু মুন্না হোসেন (১৮) বলেন, ‘হাসানসহ আমরা কয়েকজন বন্ধু মিলে ঈদের কেনাকাটা করছিলাম। তখন পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি আমাদের কাছে বাংলা মদ আছে বলে আটক করে। এরপর আমরা দৌড়ে চলে আসি কিন্তু হাসানকে ছাড়াতে পারিনি। পরে বিষয়টি আমরা মালিক লেমন ভাইকে জানায়।’
ওই মার্কেটের দোকান মালিক সমিতির লেমন (৪০) হোসেন বলেন, ‘প্রথম খবরটি আমার দোকানের কর্মচারী মুন্না জানায়। আর আমার দোকানটি থানার সামনে হওয়ায় সব পুলিশকে আমার চেনা। তখন আমি ওই লোকটির সাথে ফোনে কথা বলি। তাঁর কথা বার্তা শুনে আমার সন্দেহ হয়। এরপর পুলিশকে বিষয়টি জানাই। এর মধ্যে মুন্না ও তাঁর বন্ধুরা হাসান এবং পুলিশ পরিচয় দেওয়া লোকটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে রাত নয়টার দিকে রেলস্টেশনে তাঁকে পাওয়া যায়। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী শেখ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
খাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৬ মিনিট আগেবাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) নতুন কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ।
২০ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে জাকু মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৯ মিনিট আগেকিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের রশিদাবাদ ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে