লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। গতকাল সোমবার দুপুরে লালপুর উপজেলার চংধুপাইল ইউনিয়নের আব্দুলপুরে নিজ বাড়ির আঙিনায় এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
গতকাল সোমবার বিকেলে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ করেন লালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম।
সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনের সহোদর আবুল কালাম আজাদ ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও অধ্যাপক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলামসহ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। তাতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন।
লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী বলেন, নৌকাবিরোধীকে (এমপি বকুল) দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের মধ্যে বিরোধ বাধিয়ে দলের ক্ষতি করেছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হবেন না বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনো প্রার্থীকেও সমর্থন দেবেন না বলে জানান তিনি।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজল রায়ও মনোনয়নপত্র তুলেছেন।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখ চাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল; জাসদের (ইনু) মো. জামাল উদ্দিন ফারুক ছাড়াও স্বতন্ত্র হিসেবে গ্রামপুলিশ মো. এস্কেন আলী, আসাদুজ্জামান, সায়েদুল হক, এস এম হুমায়ন কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। গতকাল সোমবার দুপুরে লালপুর উপজেলার চংধুপাইল ইউনিয়নের আব্দুলপুরে নিজ বাড়ির আঙিনায় এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
গতকাল সোমবার বিকেলে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ করেন লালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম।
সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনের সহোদর আবুল কালাম আজাদ ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও অধ্যাপক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলামসহ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। তাতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন।
লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী বলেন, নৌকাবিরোধীকে (এমপি বকুল) দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের মধ্যে বিরোধ বাধিয়ে দলের ক্ষতি করেছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হবেন না বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনো প্রার্থীকেও সমর্থন দেবেন না বলে জানান তিনি।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজল রায়ও মনোনয়নপত্র তুলেছেন।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখ চাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল; জাসদের (ইনু) মো. জামাল উদ্দিন ফারুক ছাড়াও স্বতন্ত্র হিসেবে গ্রামপুলিশ মো. এস্কেন আলী, আসাদুজ্জামান, সায়েদুল হক, এস এম হুমায়ন কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১৭ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
১ ঘণ্টা আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে