লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। গতকাল সোমবার দুপুরে লালপুর উপজেলার চংধুপাইল ইউনিয়নের আব্দুলপুরে নিজ বাড়ির আঙিনায় এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
গতকাল সোমবার বিকেলে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ করেন লালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম।
সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনের সহোদর আবুল কালাম আজাদ ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও অধ্যাপক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলামসহ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। তাতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন।
লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী বলেন, নৌকাবিরোধীকে (এমপি বকুল) দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের মধ্যে বিরোধ বাধিয়ে দলের ক্ষতি করেছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হবেন না বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনো প্রার্থীকেও সমর্থন দেবেন না বলে জানান তিনি।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজল রায়ও মনোনয়নপত্র তুলেছেন।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখ চাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল; জাসদের (ইনু) মো. জামাল উদ্দিন ফারুক ছাড়াও স্বতন্ত্র হিসেবে গ্রামপুলিশ মো. এস্কেন আলী, আসাদুজ্জামান, সায়েদুল হক, এস এম হুমায়ন কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। গতকাল সোমবার দুপুরে লালপুর উপজেলার চংধুপাইল ইউনিয়নের আব্দুলপুরে নিজ বাড়ির আঙিনায় এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
গতকাল সোমবার বিকেলে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ করেন লালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম।
সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনের সহোদর আবুল কালাম আজাদ ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও অধ্যাপক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলামসহ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। তাতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন।
লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী বলেন, নৌকাবিরোধীকে (এমপি বকুল) দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের মধ্যে বিরোধ বাধিয়ে দলের ক্ষতি করেছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হবেন না বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনো প্রার্থীকেও সমর্থন দেবেন না বলে জানান তিনি।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজল রায়ও মনোনয়নপত্র তুলেছেন।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখ চাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল; জাসদের (ইনু) মো. জামাল উদ্দিন ফারুক ছাড়াও স্বতন্ত্র হিসেবে গ্রামপুলিশ মো. এস্কেন আলী, আসাদুজ্জামান, সায়েদুল হক, এস এম হুমায়ন কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
৪৩ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে